1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কোটা আন্দোলন: আহতদের পাশে থাকবে কুবির নৃবিজ্ঞান বিভাগ - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

কোটা আন্দোলন: আহতদের পাশে থাকবে কুবির নৃবিজ্ঞান বিভাগ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৩১৮ বার পঠিত

 

মানছুর আলম অন্তর, কুবি প্রতিনিধি:

কোটা আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এবার আহত নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিভাগের কোন শিক্ষার্থী আক্রমনের শিকার হয় তাহলে বিভাগ তার পাশে থাকবে এবং সর্বাত্মক সহযোগিতা করবে। কোনোভাবেই কেউ যাতে কোন শিক্ষার্থীকে আক্রমণ না করে।

এর আগে তিনি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে ফেসবুকে নিজের টাইমলাইনে লিখেন, ‘শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানাই! এই শিক্ষার্থীরা আছে বলেই আজ আমরা শিক্ষক। সর্বক্ষেত্রে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন। ক্যাম্পাস হউক সবার জন্য নিরাপদ!

মাননীয় প্রধানমন্ত্রী তড়িৎ কোনো সমাধান দিন বা আলোচনায় বসুন। দেশের চলমান এই অস্হিরতা ও নৈরাজ্যের দ্রুত অবসান হউক। দুই সপ্তাহ ধরে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ! জানিনা কতদিন এইভাবে চলবে। শিক্ষক- শিক্ষার্থী আমরা কেউ ভালো নেই। এই দায় আমাদেরও! আমাদের শুভবুদ্ধির উদয় হউক।’

এছাড়াও, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক শারমিন রেজওয়ান লিখেন, উপাচার্যরা নাকি বিশ্ববিদ্যালয়ের সবার অভিভাবক, প্রক্টরেরা নাকি বিশ্ববিদ্যালয়ের রক্ষক- যখন ছাত্রছাত্রীদের উপর আক্রমন করে পুলিশ, বহিরাগতরা- এরা কোন গর্তে লুকিয়ে থাকে?

সকল বিশ্ববিদ্যালয়ে সহিংস আক্রমনের প্রতিবাদ জানাই। সহিংসতা কোন সমাধান নয়। মেরেধরে কোন কালেই আন্দোলন দমানো যায়নি। আপনারা নিজেদের ইগো বাদ দিয়ে, ছেলে-মেয়েদের সাথে বসে আলোচনার মাধ্যমে দ্রুত এই অস্থিরতার সমাধান করুন। ’

বাংলা বিভাগের সহকারি অধ্যাপক নুর রাজু লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ আগামী ১৭ জুলাই ‘অপরাজয়ের বাংলা’ সকাল ১১ টায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে মাঠে নেমেছেন।

আমরা কি কোন সিদ্ধান্ত নিতে পেরেছি?

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা গিয়েছে আমাদের কি কোন দায়বদ্ধতা নেই তাদের কাছে?
সকল মায়ের সন্তানেরা নিরাপদে থাকুক।’

লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস লিখেন, ‘আমরা দিনে দিনে কিভাবে এতোটা নির্লজ্জ হয়ে গেলাম!! এই শিক্ষক জীবন বৃথা… আমি স্বীকার নিলাম… এই শিক্ষক জীবন বৃথা’।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD