1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুবির শেখ হাসিনা হল থেকে সাপ উদ্ধার - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

কুবির শেখ হাসিনা হল থেকে সাপ উদ্ধার

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৩৭৮ বার পঠিত

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হল থেকে একটি সাপ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে হলের দক্ষিণ পাশের ডি ব্লকের ১১৮ নাম্বার রুম থেকে রেসকিউ টিম সাপটি উদ্ধার করে। এনিয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ওই রুমের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সাদিয়া ইসলাম বলেন, আমি বাইরে থেকে রুমে এসে রেস্ট নিচ্ছিলাম। রুমে আমরা দুইজন ছিলাম। হঠাৎ এক আপু চিৎকার করে বললো তোমাদের রুমে সাপ ঢুকছে। দেখলাম দরজার পাশের বেডের নিচে ঢুকতেছে। তখন আমার রুমমেট ঘুমাচ্ছিলো। সে চিৎকার শুনে উঠে গেছে। তারপর দাড়োয়ান মামা এসে বেডের নিচে বাড়ি দিতেই সাপ আমার বেডের নিচে চলে আসে। পরে আমরা রুম থেকে বের হয়ে গেছি। পরে জানালা বন্ধ করে দিয়ে দরজা বাইরে থেকে আটকিয়ে দেওয়া হয়েছে।

সাপ রেসকিউ করতে ফেনী থেকে রেসকিউ টিম আসে। রেসকিউ টিমের সদস্য বলেন, এই প্রজাতির সাপ বাংলাদেশে অনেক রয়েছে। এর নাম দুধরাজ সাপ। এটা নির্বিশ সাপ। তবে সাপের লিঙ্গ পরিক্ষা করে দেখতে হবে এটা পুরুষ নাকি মহিলা।

শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মেহের নীগার বলেন, আমাদের হলে নিয়মিত কার্বলিক এসিড দেওয়া হয়। হলের আশেপাশে ঝোপঝাড় রয়েছে। তাই সাপ আসার সম্ভাবনা থাকে। তবে আমরা নিয়মিত পরিষ্কার করার চেষ্টা করি। আর এসিডের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। আমি আবারও বলে দিব যেন নিয়মিত কার্বলিক এসিড দেয়।

উল্লেখ্য, এর আগেও বিশ্ববিদ্যালয়ের ধীরেন্দ্রনাথ দত্ত হল, কাজী নজরুল ইসলাম হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ বিভিন্ন অনুষদ ভবন এবং প্রশাসনিক ভবন থেকে সাপ উদ্ধার করা হয়েছে। পাহাড়ি ক্যাম্পাস হওয়ায় মাঝেমাঝে সাপের উপদ্রব দেখা যায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD