1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
পুলিশ ও এমপির ভাইয়ের পরিচয়ে প্রতারণা; যুবক গ্রেপ্তার - Dainik Cumilla
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ভারতীয় মোবাইল ও ডিসপ্লে জব্দ বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে বেঁধে নির্যাতন, মূল হোতা আটক ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে ২ ব্যাক্তিকে কারাদণ্ড ব্রাহ্মণপাড়া ইউএনওর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে অবৈধভাবে জগন্নাথদীঘির পানি আটকে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে নাঙ্গলকোটে মানববন্ধন দাউদকান্দিতে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

পুলিশ ও এমপির ভাইয়ের পরিচয়ে প্রতারণা; যুবক গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৬০ বার পঠিত

মো: ওমর ফারুক মুন্সী:

কখনো এমপির ভাই, কখনো পুলিশ আবার কখনো পারিচয় দিতেন ইউনিয়নের চেয়ারম্যান বা মেম্বার। এসব পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নিয়েছেন লাখ টাকা। অবশেষে এসব প্রতারণার অভিযোগে প্রতারক মিজানুর রহমান’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার(২৫জুন) রাত ৮ টায় তথ্য প্রযুক্তির সহায়তায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক মিজানুর রহমান চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের দোতলা গ্রামের মৃত আজিজ ব্যাপারীর ছেলে।

বুধবার (২৬জুন) দুপুরে তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া।

জানা গেছে, কুমিল্ল-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোট ভাই মাসুদ, পুলিশ ও জনপ্রতিনিধিদের নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে বা মামলার নিষ্পত্তির কথা বলে বিকাশের মধ্যে টাকা আনতেন মিজানুর। জিজ্ঞাসাবাদে সে এসব অপকর্মের কথা স্বীকার করেছে। এ সংক্রান্ত একাধিক লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

গ্রেফতার মিজান সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন সিম ব্যবহার করে দেবিদ্বারের এমপি আবুল কালাম আজাদের ছোট ভাই মাসুদ রানার পরিচয়ে বিভিন্ন সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা এনেছি। এছাড়াও কখনো কখনো পুলিশ জনপ্রতিনিধির পরিচয় দিতাম। আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করে দিন।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, নয়ন মিয়া বলেন , মিজান দীর্ঘদিন ধরে স্থানীয় এমপি আবুল কালাম আজাদের ছোট ভাই মাসুদসহ পুলিশের পরিচয় ব্যবহার করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে হয়রানি ও অর্থ আদায় করে আসছিলেন। এসআই মাসুদসহ সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে দেবিদ্বার থানায় একটি মামলা হয়েছে। আদালতে তাকে পাঁচ দিনের রিমাণ্ডের আবেদন করা হয়েছে। রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD