1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় প্রবীণ আওয়ামী লীগ নেতাদের বিশেষ সম্মাননা - Dainik Cumilla
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের শিবিরের সংবর্ধণা কুমিল্লায় এশিয়া বাসচাপায় তিশা ট্রান্সপোর্টের সুপারভাইজার নিহত ডিসেম্বরে নির্বাচন দেন,সেনাবাহিনী প্রস্তুত আছে-কুমিল্লায় বরকত উল্লাহ বুলু জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের “ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রে শ্রমিকরা আর যাবে না” -আব্দুস সালাম আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ বেগম খালেদা জিয়ার জন্মদিনে নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বিষ্ণপুর ওয়ার্ড যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা সৎকার কাজে উপজেলা প্রশাসনের সহায়তা চৌদ্দগ্রামে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ, থানায় মামলা

কুমিল্লায় প্রবীণ আওয়ামী লীগ নেতাদের বিশেষ সম্মাননা

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

 

নেকবর হোসেন :

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ জেলার ১০ জন প্রবীণ আওয়ামী লীগ নেতাকে বিশেষ সম্মাননা প্রদান করেছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লা নগরের রামঘাটে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ মোস্তফা কামাল এমপি ও সাবেক রেল পথমন্ত্রী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি সম্মানিত নেতৃবৃন্দের হাতে সম্মাননা তুলে দেন।

বিশেষ সম্মাননা প্রাপ্ত নেতৃবৃন্দ হলেন – বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদ চৌধুরী, কুমিল্লা শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধায় এডভোকেট রুস্তম আলী, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাফি, বীর মুক্তিযোদ্ধা কাইমুল ইসলাম সেলিম, বাবু অরুন কুমার পাল, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রফেসর জয়নাল আবেদীন ও লাকসাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন।
অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কুমিল্লার ১০ প্রবীণ আওয়ামীলীগ নেতাকে সংবর্ধনা দিয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানে তাদেরকে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধিতরা হলেন- এডভোকেট মফিজুর রহমান বাবলু, সৈয়দ আহমাদ ফারুক, এডভোকেট রুস্তম আলী, ডাক্তার মোঃ শহীদুল্লাহ, ফয়েজ উল্লাহ ঝালু, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, আব্দুস সুবহান ভূঁইয়া ও আবদুল মান্নান মজুমদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা এবং প্রধান বক্তা থাকবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকন। সভাপতিত্ব করবেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পিপি এড জহিরুল ইসলাম সেলিম। এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD