1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচনে বিজয়ী তিন নতুন মুখ - Dainik Cumilla
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিকদলের শ্রমিক সমাবেশ চৌদ্দগ্রামে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা শ্রমিকদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বরযাত্রীর খাবার চুরি : বি‌য়ে নাক‌রেই ফি‌রে যা‌চ্ছিল বর আসিফর মাহমুদের বিরুদ্ধে মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধীরা নাঙ্গলকোটে বলৎকারের পর শিশুকে হত্যা, কিশোর আটক ঢাকাস্থ ব্রাহ্মণপাড়া সমিতির উদ্যোগে যাকাত তহবিল থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালী কুমিল্লা সাংস্কৃতিক জোটের ধারাবাহিক নেতৃত্বের পালাবদল সম্পন্ন বর্ষসেরা সাংস্কৃতিক কর্মী হিসেবে সম্মাননা পেয়েছেন মোঃ আশিকুর রহমান শিশির

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচনে বিজয়ী তিন নতুন মুখ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২১৭ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারের নিরুত্তাপ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়া তিনজনই নতুন মুখ। রাত এগারটার পর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পরপরই আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। উপজেলা পরিষদ চত্ত্বরে করা হয় বিজয়ী মিছিল। মধ্য রাতেই নির্বাচিত তিনজনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন দলীয় নেতাকর্মীরা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সহ-সভাপতি সাংবাদিক মাহমুদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন সহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. রহমত উল্লাহ বাবুল আনারস প্রতীক নিয়ে ১ লাখ ২৫ হাজার ৩৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান এ কে এম গোলাম ফারুক হেলাল দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৪৬৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইসহাক খাঁন বই প্রতীক নিয়ে ১ লাখ ২৪ হাজার ৬৭১ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এ এস এম শাহীন মজুমদার টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৪৬৭ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজেরা আক্তার ববি কলস প্রতীক নিয়ে ১ লাখ ২৪ হাজার ৮৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রহিমা আক্তার শিল্পী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৫৭১ ভোট।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, এবার নারী পুরুষ মিলিয়ে চৌদ্দগ্রাম উপজেলায় ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ৯৮ হাজার ১৩১ জন। নির্বাচনে বৈধ ভোট পড়েছে ১ লাখ ৩২ হাজার ৫৯৯ ভোট। বাতিল হয়েছে গড়ে ৩ হাজার এর অধিক ভোট। ভোট কাস্ট হয়েছে ৩৪.০৫ শতাংশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD