গোলাম হোসাইন তামজিদ :
কুমিল্লা দেবিদ্বার পরিষদ নির্বাচনে দু’বারের সাবেক এমপিকে এক চেয়ারম্যান প্রার্থীর প্রধান এজেন্ট হিসেবে কাজ করতে দেখা গেছে। তার বিরুদ্ধে এলাকায় প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া গেছে। ওই এমপিকে এজেন্ট বানিয়েও জামানত রক্ষা করতে পারেননি চেয়ারম্যান প্রার্থী খাদিজা বিনতে রোশন।
স্থানীয়রা বলছেন যে বর্তমান এমপি আবুল কালাম আজাদের ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী মো. মামুনুর রশিদকে হারানোর জন্য ফখরুল নিজেই চেয়াম্যান প্রার্থী খাদিজার প্রধান এজেন্ট হয়েছেন।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মো. মামুনুর রশিদ মামুন বলেন, সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল দোয়াত-কলম প্রতীকের প্রধান এজেন্ট হয়ে উপজেলায় ঘুরে বেড়িয়েছেন। অনেক চেষ্টা করেও খাদিজা বিনতে রোশনের ভাগ্য পরিবর্তন করতে পারেননি তিনি।