1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১০৪ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় মোঃ মিলন (৪৩) নামের এক পিকআপ চালক নিহত হয়েছেন।

নিহত ট্রাক চালক সাতক্ষীরা জেলার দেবহাটা থানার গরিয়া ডাঙ্গা গ্রামের মৃত আনসার গাজীর ছেলে।

সোমবার (২৭ মে) সকালে মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে চারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় রোববার সন্ধ্যায় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ফল বোঝাই পিকআপ (চট্টমেট্রো -ন -১৪-০৮৯৭) গাড়িটি চলন্ত অবস্থায় সামনে থাকা অজ্ঞাতনামা অপর একটি কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দিলে পিকআপ চালক মিলন নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয় জনতার সহযোগিতায় পিকআপ চালক মিলনের লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। নিহত চালকের লাশ ফাড়ি থানায় নিয়ে আসা হয়েছে। ‘আইনি প্রক্রিয়া শেষে নিহত চালক মিলনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে’।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD