1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ - Dainik Cumilla
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে ইউনিয়ন বিএনপি’র পুনরায় গ্রহণযোগ্য সম্মেলন দাবিতে সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত চৌদ্দগ্রামে বিনাধান-১৯, ২১ ও ব্রি ধান-৪৮ এর মূল্যায়ন শীর্ষক মাঠ দিবস পালিত লাকসামে যুব দিবসে আলোচনা সভা কুমিল্লায় ৭৫ বোতল স্কাফসহ একজন মাদক কারবারিকে আটক কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুড়িচংয়ে আলোচনা,সনদ প্রদান ও চেক বিতরণ নাঙ্গলকোটে বিএনপির আমি-ডামি নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপির কাউন্সিল প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই-প্রতীক বরাদ্দ সম্পন্ন

চৌদ্দগ্রামে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৫২ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

‘দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মে) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহের হোসেন জামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, বিতক প্রতিযোগিতার বিচারক চৌদ্দগ্রাম সরকারি কলেজের প্রভাষক সাহেরা খান, মো: ফারুক হোসেন, চিওড়া সরকারি কলেজের প্রভাষক মাহফুজুর রহমান, মডারেটর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম, চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত, চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, চাঁন্দকরা সেকান্তর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ উল্লাহ ভূঁইয়া, ধোড়করা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এ আর বাচ্চু খাঁ।

বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রীপুর প্রসন্ন একাডেমী, মুন্সীরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়, মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়, মিয়াবাজার তোষণ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে পক্ষ দল শ্রীপুর প্রসন্ন একাডেমীকে পরাজিত করে বিপক্ষ দল মুন্সীরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করে মিয়াবাজার তোষন রফিক বালিকা উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানের শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD