1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
অসহায় ও পথশিশুদের সেবামূলক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Dainik Cumilla
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসিতে কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ৮৪৪ জনের ফল পরিবর্তন একটি সুখী সমৃদ্ধ সুন্দর ও শান্তিপূর্ণ দেশ গঠনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিকল্প নেই : জাহাঙ্গীর আলম জাবির কুমিল্লা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লাকসাম প্রেসক্লাবের মানববন্ধন চার দপ্তরের দায়িত্ব এক কাঁধে, সেবায় অনন্য ইউএনও নু এমং মারমা মং বিজিবির বিশেষ অভিযানে পৌনে ২ কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ, ২ জন আটক সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে দেবীদ্বারে মানববন্ধন বাগমারা উচ্চ বিদ্যালয় ১০ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাকগণের সাথে মতবিনিময় সভা চৌদ্দগ্রামে ইয়াবা সহ মাদক কারবারি বুস্টার সোলেমান আটক কুমিল্লায় ৫৬ লাখ টাকার ভারতীয় বাজি উদ্ধার

অসহায় ও পথশিশুদের সেবামূলক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিতঃ শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

খলিলুর রহমান।।

আজ(শনিবার) দেবীদ্বারের এ বি এম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে অসহায় ও পথশিশুদের সেবামূলক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মাসুম সরকার,বিশিষ্ট ব্যবসায়ী (দুবাই)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহ মজিবুল হক, চেয়ারম্যান,বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম,জনাব ডা: রায়হান জাহান(রিয়া) এবং জনাব মো:কামরুল ইসলাম,বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অসহায় ও পথশিশুদের সেবামূলক সংগঠনের সভাপতি জনাব ডা. শেখ মো: শাহজালাল,মেডিকেল অফিসার।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো:মাসুম সরকার বলেন-‘ আমি সেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত থাকার পুরোটা সময়-জুড়ে দেখেছি- যারা সেচ্ছাসেবার সাথে যুক্ত থাকেন,তারা বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের। তারা যখন বিভিন্ন বাঁধার কারণে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে না তখন তার মতো আরও অনেক সপ্নবাজ তরুণদেরকে নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলে। যাতে করে অন্য অনেকের স্বপ্ন পূরণে নিঃস্বার্থভাবে কাজ করতে পারে। আমাদের মধ্যে যদি জ্ঞানের আলো না থাকে তাহলে আমরা অচিরেই ফুরিয়ে যাব। আমরা চাই স্বেচ্ছাসেবী নামক প্রত্যেকটি ফুল যেন প্রস্ফুটিত হয়। সিঙ্গাপুর রাষ্ট্রের সৃষ্টিলগ্নের ইতিহাস থেকে সততার শিক্ষা এবং বর্তমানের আধুনিক শিক্ষা, এই দুটির সমন্বয়ের মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডা. শেখ মো: শাহজালাল বলেন-‘সম্মানিত সদস্যদের হৃদয়ের গভীর ভালোবাসা,সমর্থন ও সহযোগিতায় আমরা ২টি বছর একসঙ্গে সফলতার সাথে স্বেচ্ছাসেবা করতে পেরেছি। সংগঠনের নীতি সমূহের প্রয়োগ এবং সুশাসনের মাধ্যমে বিভিন্নমুখী গতিশীল কর্মপরিকল্পনা,অর্থ-সামাজিক উন্নয়নে,একতা,সততা এবং নিষ্ঠার সঙ্গে নেতৃত্ব দিয়ে আসছে আমাদের সংগঠন। বর্তমান সংগঠনের সদস্যদের জন্য নিবেদিতপ্রাণ,দূরদর্শী, সৎ ও নিষ্ঠাবান সেবকের মতো সেবা দিয়ে যাচ্ছি। ন্যায়, সত্য ও সুন্দর পথে থেকে আপোষহীনভাবে সর্বোচ্চ সেবা দিয়ে সংগঠনকে উঁচু পর্যায়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD