1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেবিদ্বারে ৭দিন ব্যাপী তরুনরা খাওয়াচ্ছেন বিনামূল্যে শরবত - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি কুমিল্লায় বকশিসে টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যার দায়ে আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লায় আ. লীগ নেতা জাকির গ্রেপ্তার কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান

দেবিদ্বারে ৭দিন ব্যাপী তরুনরা খাওয়াচ্ছেন বিনামূল্যে শরবত

  • প্রকাশিতঃ রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

দেবিদ্বার,কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে তীব্র গরমের কারণে বিনামূল্যে ৭দিন ব্যাপী শরবত বিতরন করে আসছেন তরুন সমাজের কয়েকজন সেচ্ছাসেবী। এতে প্রশংসায় ভাসছেন এই সেচ্ছাসেবীরা, বুধবার থেকে দুপুর ১২টায় দেবিদ্বার নিউমার্কেট চত্বরে পথচারী ও সকল যানবাহন চালকদের মাঝে এই বিতরণ শুরু হয়। বিতরণের প্রথম দিনে লেবু, মাল্টা,টেং, ইসুপগুল, তুমকার দানা,চিনি মিশ্রিত ২০০লিটার শরবত বিতরন করা হয়, এই কার্যক্রম আগামী ৭দিন ব্যাপী চলবে বলে জানিয়েছেন এই কার্য়ক্রমের উদ্যোগক্তারা।

এই বিতরণের উদ্যোক্তা তরুন সাংবাদিক ইসহাক হাসান ও নাহিদুল ইসলামের জনান, আমরা প্রথমে ছোট পরিশরে শুরি করি, পরে এই শরবত বিতরনে অর্থ সহযোগিতা করেছেন বিত্তবান ও প্রবাসীরা, এছাড়াও দেবিদ্বার থানা পুলিশ, হাসপাতাল মালিক সমিতি, ব্যাবসায়ীরাও এতে শরিক হয়েছেন। যতোদিন পর্যন্ত অর্থ সহযোগিতা পাবো ততদিন চালিয়ে যাবো।
এ সময় উপস্থিত ছিলেন, দেবিদ্বারের বিশিষ্ট ব্যাবসায়ী ইকবাল হোসেন অপু, দেবিদ্বার উপজেলার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, উপজেলা স্বাস্থ কমপ্লেক্সএর আবাসিক মেডিকেল ইনচার্জ ডাঃ নাজমুল হাসান সাঈদ, দেবিদ্বার প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক ময়নাল হোসেন ভিপি, গোলাম রাব্বী প্লাবন, নাজমুল হাসান সোহাগ, নাজমুল হাসান নাহিদ,দেবিদ্বার উপজেলা ব্লাড ডোনার গ্রুপের নাহিদুল ইসলাম,জায়েদুল ইসলাম, আলিনুর ইসলাম সহ সেচ্ছাসেবীরা।
এ সময় সেচ্ছাসেবীরা বলেন তীব্র তাপদাহে দেশের পরিস্থিতি দিন দিন কঠোর হচ্ছে, এই গরমে এক গ্লান ঠান্ডা শরবত যে কতোটা স্বস্থির, তা যিনি পান করে, সেই বলতে পারবেন, যারা বাহিরে বের হয়, বিশেষ করে শ্রমিকরা তাদের মধ্যে একটু সাময়িক স্বস্থি ফিরিয়ে দিতে আমাদের এই উদ্যোগ। আমরা আমাদের মতো করে চেষ্টা চালিয়া যাচ্ছি, অন্যদিকে এই মানবিক কাজকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD