মোঃ রেজাউল হক শাকিল ।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচারসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৭ মার্চ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।
পরে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন পর্যায়ক্রমে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বিকেল তিন টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. মঈন উদ্দিন হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতিক উল্লাহ, সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া মাস্টার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
এছাড়া উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ, আনসার ভিডিপির কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুল কুদ্দুস, প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. খোরশেদ আলম, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, প্রভাষক মো. জামাল হোসেন, বশির আহমেদ, মেহেদী হাসান, ফারুক আহমেদ, মাহবুবুর রহমান লিটন প্রমূখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষগণ উপস্থিত ছিলেন।