1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেবিদ্বারে সিএনজি ও অটোরিকশা থেকে জিবি ও টোকেনের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হওয়ায় খুশি চালকরা - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু

দেবিদ্বারে সিএনজি ও অটোরিকশা থেকে জিবি ও টোকেনের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হওয়ায় খুশি চালকরা

  • প্রকাশিতঃ বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২৫৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার ।।

কুৃৃমিল্লার দেবিদ্বারে জিবির নামে সিএনজি ও অটোরিকশা থেকে চাঁদাবাজি বন্ধ হওয়ায় খুশি চালকরা। গত দশ বছর যাবত সিএনজি ও অটোরিকশা চালকরা জিবির নামে ২০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬০ টাকা চাঁদা দিয়েছেন বলে তারা জানান । মঙ্গলবার সরেজমিনে দেবিদ্বারের কংশনগর,জাফরগঞ্জ,
ভরেল্লা,দেবিদ্বার পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউসুফপুর ঘুরে দেখা গেছে সিএনজি ও অটোরিকশা থেকে টোকেন দিয়ে এখন আর কাউকে চাঁদাবাজি করতে দেখা যায় না।
কথা হয় সিএনজি চালক ওমর ফারুকের সাথে,’ তিনি জানান গত বছরের ডিসেম্বর মাসেও প্রতিদিন ৬০ টাকা দেওয়া লাগছে।
আমডা ১০ বছর ধইরা যখন থাইক্কা সিনজি চালাই তখন ২০ টেহা কইরা দিতাম গত ৩ বছর ধইরা ৬০ টাহা কইরা টোকেন দিয় চানদা নিছে। ‘ কারা এ চাঁদা নিয়েছে ওমর ফারুকের কাছে প্রশ্ন করলে ” তিনি জানান, আমডার দেবিদ্বারের সাবেক এমপি সাব এর নাম কইয়া আওয়মীলীগের নেতাদেরকে চাঁদা দিতাম। আবার কোন কোন জায়গায় পুলিশের কথা বলেও কমিউনিটি পুলিশ তহন টোকেন দিয়া চাঁদা নিত। নতুন বছরের জানুয়ারি মাসের ৯ তারিখ আমডার থাইক্কা রাস্তায় চাঁদা কেউ লয় না। আমডার নতুন এমপি আজাদ সাব খুব ভালা মানুষ। হেয় এমপি হওয়ার পর থাইক্কা আমডা সিনজি ও অটো ডাইবাররা একটেহাও আমডার চাঁদা দিতে হয় নাই ”

সিএনজি চালিত অটোরিকশা চালক
জুয়েল ও শোভন বলেন, আমরার নতুন এমপি আজাদ স্যার জানুয়ারি মাসের ৭ তারিখে নির্বাচনে জয়ী হওয়ার পরেরদিন অটোরিকশা ও সিএনজি থেকে টোকেন ও জিবির মাধম্যে সবধরনের চাঁদাবাজি বন্ধ করার জন্য কঠোর হুশিয়ারি দিয়েছেন। এখন আমরা টাকা দিয়ে সিএনজি ও অটোরিকশা চালাতে হয় না।

শ্রমিকলীগ নেতা জসিম মিয়া জানান, আমিও পেশায় একজন সিএনজি চালক। আগে আমাদের সিএনজি চালক ও অটোরিকশার চালকরা বিভিন্ন জায়গায় টোকেন মাধ্যমে চাঁদা দিয়ে চালাতে হত। কামাই হোক না হোক গাড়ি রাস্তায় বের করলেই জিবির ও টোকেনের নামে চাঁদা দিতে হতে। চালকরা এখন জিবি ও টোকেনের অভিশাপ থেকে মুক্ত। এখন আর কাউকে চাঁদা দিতে হয় না।

দেবিদ্বার পাবলিকিয়ান এসোসিয়েশন সভাপতি, মো. আবু বকর জানান, সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার চালকদের থেকে রাস্তায় দাড় করিয়ে এখন জিবির নামে চাঁদা তোলা বন্ধ হওয়ার কারণে দেবিদ্বারে যানজট নিরসন হয়েছে।

সিএনজি চালক ও ব্যাটারি চালিত অটোরিকশা থেকে চাঁদা বিষয়টি জানতে কুমিল্লা দেবিদ্বারের সাবেক এমপি রাজি মোহাম্মদ ফখরুল এর মোবাইলে বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ২ টা ৩ মিনিটে একাধিক কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি)
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে জানান,এখন সিএনজি চালক ও ভ্যাটারি চালিত অটোরিকশা থেকে চাঁদা নওয়া টোটালি বন্ধ রয়েছে। এখন কোথাও চালকদের কাছ থেকে চাঁদা নেওয়ার তথ্য আমাদের কাছে নেই।

কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের নবনির্বাচিত এমপি মো. আবুল কালাম আজাদ বুধবার দুপুরে জানান, আমি নির্বাচনে জনগণের ভোটে ৭ তারিখ জয়ী হয়ে ৯ তারিখে কঠোরভাবে নির্দেশনা দিয়েছি যেন কোন সিএনজি চালক ও ব্যাটারি চালিত অটোরিকশা চালক ভাইদের কাছ থেকে জিবি বা টোকেনের নামে কোন প্রকার চাঁদা নেয়া হবে না। আমি যতদিন দেবিদ্বারের এমপি থাকি ততোদিন চালক ভাইদের কোন চাঁদা দিতে হবে না। তাছাড়া দেবিদ্বারে গোমতী নদী থেকে যেভাবে মাটি তুলে গত দশ বছর ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকরা জমিতে ফসল ফলাতে পারছেননা এখন থেকে আর গোমতী নদী থেকে মাটি কাটা বন্ধ করা হবে। মো. আবুল কালাম আজাদ এমপি আরো বলেন, আমি এমপি হিসেবে না থেকে আমি আগামী ৫ বছর দেবিদ্বার বাসীর সেবক হয়ে কাজ করতে চাই। বিগত ১০ বছর দেবিদ্বার বাসী যোগ্য নেতৃত্বের অভাবে অনেক নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে তাদের সে অধিকার আদায়ে কাজ করব। দেবিদ্বারের মানুষের মাঝে ১০ বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ তা ৭ ই জানুয়ারি ১৫ হাজারেরও বেশি ভোটে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থি রাজি মোহাম্মদ ফখরুল থেকে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD