কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাতের মরদেহ শুক্রবার সমাহিত করা হবে। বাদ জুম্মা কুমিল্লা কেন্দ্রীয় ইদগাহ মাঠে জানাজা শেষে নগরীর টমছমব্রিজ কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তঁাকে দাফন করা হবে।
কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার জানান, সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার রাতে মরদেহ দেশে আনার পর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মরদেহ সিটি কপোর্রেশন প্রাঙ্গনে রাখা হবে। পরে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বস্তরের নেতাকমর্ী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সামনে রাখা হবে। বাদ জুম্মা কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।