1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
এমপি প্রার্থী হতে পদত্যাগ করলেন চৌদ্দগ্রাম ও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান - Dainik Cumilla
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদাবাজ গ্রেফতারের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি কুমিল্লার দাউদকান্দিতে ২৩ মামলার আসামি হত্যার ঘটনায় মামলা দায়ের কুমিল্লার শিক্ষার্থী মাহতাবের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা কুমিল্লার মুরাদনগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র খাদিজার পদত্যাগ চৌদ্দগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লায় ভুয়া সাংবাদিকসহ পাঁচজন গ্রেফতার, অস্ত্র উদ্ধার কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু লাকসাম উম্মুল ক্বোরা মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় বাজি ও চিংড়ি রেণু উদ্ধার গৌরীপুরে মামুন সম্রাটের মৃত্যুর খবরে মিষ্টি বিতরণ

এমপি প্রার্থী হতে পদত্যাগ করলেন চৌদ্দগ্রাম ও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান

  • প্রকাশিতঃ সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবান ভূঁইয়া হাসান এবং দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন। সোমবার (২০ নভেম্বর) বিকেল কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তারা। পদত্যাগ পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।
জেলা প্রশাসক মুশফিকুর রহমান বলেন, চৌদ্দগ্রাম ও দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। আমরা তাদের পদত্যাগ পত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাবো। সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সরকারের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ থাকে না। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের পদ লাভজনক। এসব পদে থেকে সংসদ নির্বাচন করা যায় না। এ জন্য পদ ছাড়ছেন চেয়ারম্যানরা।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ জানান, কুমিল্লা-৪ (দেবিদ্বার)। সেখানকার বাসিন্দারা আমাকে ভালোবাসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তারা আমাকে বিপুল ভোটের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। এ জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আমার পাশে থাকা সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ভালোবাসা এবং আমার এলাকার জ্যেষ্ঠ রাজনৈতিকদের দোয়া নিয়ে আমি এ সিদ্ধান্ত নিয়েছি। আমি আশা করি, প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রাখবেন ও আওয়ামী লীগের নৌকার প্রতীক বরাদ্দ দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন দেবেন।
চৌদ্দগ্রাম উপজেলার চেয়ারম্যান আব্দুস সোবাহান ভূঁইয়া হাসান বলেন,আমি কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়েছি। যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বর্তমান পদ ছাড়তে হয়। তাই নির্বাচন কমিশনারের আইন অনুযায়ী বর্তমান চেয়ারম্যান পদটি থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছি।
দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী গত উপজেলা পরিষদের নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছিলেন।চৌদ্দগ্রামের মানুষ বিপুল ভোট আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমি আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে দলীয় মনোনয়ন দিতে পারেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD