নিজস্ব প্রতিবেদক।।
বুধবার (৮ নভেম্বর) দুপুরবেলা কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিত মুখ এডভোকেট তাপস চন্দ্র সরকার এর হাতে উপন্যাস “প্রতীক্ষার প্রহর” নামক বইটি তুলে দেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক রিক্রিয়েশন ও সহ-সাধারণ সম্পাদক এবং বইটির লেখক এডভোকেট মোঃ নেয়ামত উল্ল্যাহ চৌধুরী জামান।
জানা যায়- “প্রতীক্ষার প্রহর” মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত একটি উপন্যাস। সময়ের সাহসী সূর্য সন্তানরা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে আর পেছনে ফিরে তাকায়নি। শোক, ত্যাগ, দূঃখ-বেদনা একাকার হয়েছে গল্পের চরিত্র লিপিতে।
লেখক জামান চৌধুরী পেশায় আইনজীবী। পেশাগত ব্যস্ততা সত্ত্বেও একে একে আটটি উপন্যাস লিখে পাঠক সমাজে ইতিমধ্যে ব্যপক সমাদৃত হয়েছেন। স্বাধীনতা পরবর্তী প্রজন্মের কাছে তাঁর এ প্রচেস্টা কিছুটা হলে দেশপ্রেমের মশাল হয়ে আলো ছড়াক এ কামনা রইল। বইটি” রকমারি ডটকম” অনলাইনে এখনি অর্ডার করে কপি সংগ্রহ করতে পারবেন। তাছাড়া ২১ শে বইমেলা ২০২৪ সাহিত্যদেশ স্টলে তো থাকছে-ই। বইটি’র বহুল প্রচারে ভূয়সী প্রশংসা করে কুমিল্লা-০৬ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দীন বাহার “মুখবন্ধ” রচনা করেছেন।