1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
শেষ বিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত বর্ষিয়ান রাজনীতিক এ.এফ.এম ফখরুল মুন্সি - Dainik Cumilla
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা শ্রমিকদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বরযাত্রীর খাবার চুরি : বি‌য়ে নাক‌রেই ফি‌রে যা‌চ্ছিল বর আসিফর মাহমুদের বিরুদ্ধে মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধীরা নাঙ্গলকোটে বলৎকারের পর শিশুকে হত্যা, কিশোর আটক ঢাকাস্থ ব্রাহ্মণপাড়া সমিতির উদ্যোগে যাকাত তহবিল থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালী কুমিল্লা সাংস্কৃতিক জোটের ধারাবাহিক নেতৃত্বের পালাবদল সম্পন্ন বর্ষসেরা সাংস্কৃতিক কর্মী হিসেবে সম্মাননা পেয়েছেন মোঃ আশিকুর রহমান শিশির শ্রমিকদের অধিকার এখনো নিশ্চিত হয়নি -ড. সরওয়ার ছিদ্দিকী

শেষ বিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত বর্ষিয়ান রাজনীতিক এ.এফ.এম ফখরুল মুন্সি

  • প্রকাশিতঃ শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১০১ বার পঠিত

শফিউল আলম রাজীব।।

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক অর্থ উপমন্ত্রী এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী বার্ধক্যজনিত কারণে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী রাকিবা বানু, দুই ছেলে বিশিষ্ট ব্যবসায়ি রাকিব মোহাম্মদ ফখরুল ও কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মরদেহ এয়ার ক্যাম্ব্যুলেন্সে করে শনিবার দুপুর ১টায় দেবীদ্বারের বনকোট গ্রামে তাঁর নিজ বাড়িতে প্রথম জানাজা, বাদ জোহর দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয়, সংসদ ভবন প্লাজায় বাদ আসর তৃতীয় ও বাদ মাগরীব গুলশান সোসাইটি মসজিদে চতুর্থ জানাজা শেষে রাতে বনানী গোরস্তানে দাফন করা হয়।

নিজ গ্রাম বনকোট ও দেবীদ্বার আরপি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠানে আওয়ামীলীগ কেন্দ্রীয়, জেলা, উপজেলার নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সাবেক সংসদ সদস্যসহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহন ও স্মৃতিচারণ করেন এবং শেষ বিদায়ে মরহুমের কফিনে ফুলেল ভালোবাসায় সিক্ত হন বর্ষীয়ান এ রাজনীতিক।

এ.এফ.এম ফখরুল ইসলাম মূন্সী ১৯৪৭ ইং সনের ২৯ নভেম্বর দেবীদ্বার উপজেলার ১০নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন’র বনকোট গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। পিতা মরহুম নুরুল ইসলাম মূন্সী ছিলেন জেলা রেজিষ্টার। মাতা মরহুম ফিরোজা বেগম গৃহিনী। জাতীয় পার্টির হয়ে তিনি ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। পরে এরশাদ সরকারের অর্থ উপমন্ত্রী হন। জীবদ্দশায় তিনি বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন। ১৯৯৫ সালে আওয়ামী লীগে যোগদান করেন এবং ১৯৯৬ সাল ও ২০০১ সালের নির্বাচনে পরাজিত হন। এ.এফ.এম ফখরুল ইসলাম এবি গ্রুপের চেয়ারম্যান ছিলেন।

তিনি সাবেক শিক্ষা মন্ত্রী মৌলভী মফিজ উদ্দিন আহমেদ’র নাতী, এবং সাবেক মন্ত্রী ও কুমিল্লা- ৪ (দেবীদ্বার) নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানাল স্পিকার, সরকারী প্রতিষ্ঠান সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, একাধিক মন্ত্রনালয়ের সাবেক সফল সচিব, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এবিএম গোলাম মোস্তফা, গঙ্গা প্রসাধনী ও শক্তি ঔষধালয়ের স্বত্বাধীকার মরহুম গোলাম ইউনুছ ও সাবেক ডি,আই,জি গোলাম মোরশেদের ভাগ্নে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD