1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ার মাঠে ‘সবুজের পোশাক’ পরেছে রোপা আমন ক্ষেত - Dainik Cumilla
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার তিতাসে কবরস্থানের পাশ থেকে নারীর লাশ উদ্ধার দেবিদ্বারে রুবেল হত্যা মামলার আসামী বিল্লাল গ্রেপ্তার মুরাদনগরে যুবলীগ নেতাকে জাতীয় নাগরিক পাটিতে পূর্নবাসন চেষ্টা, জনতার প্রতিরোধ ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল চৌদ্দগ্রামে দাদার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ১ কুমিল্লার আদালতে সাবেক বার সেক্রেটারির ওপর আইনজীবীদের হামলা মুরাদনগর উপজেলার খাল দখল করে মাটি ভরাট করা হচ্ছে। মুরাদনগরে অবৈধ ড্রেজার দিয়ে সরকারি খাল মাটি ভরাট, প্রশাসন নিরব কুমিল্লার লাকসামে নানা শ্বশুর বাড়ি বেড়াতে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ৫ কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান

ব্রাহ্মণপাড়ার মাঠে ‘সবুজের পোশাক’ পরেছে রোপা আমন ক্ষেত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১২১ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

রোপা আমনের মাঠে যেন কেউ সবুজ রং ছড়িয়ে-ছিটিয়ে দিয়েছে। আর বাতাসে দোল খাচ্ছে কৃষকের যত্নে লালিত আমনের সবুজ গাছ। এ যেন এক মনোমুগ্ধকর দৃশ্য। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন রোপা আমন ধানের মাঠ ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে।

উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, ব্রাহ্মণপাড়ায় এ বছর আমনের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৪২৯ হেক্টর। তবে তার চেয়ে বেশি জমিতে আমনের আবাদ হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

পোকার আক্রমণ কোনো কোনো জমিতে কিছুটা দেখা দিলেও তা বৃষ্টিতে ধুয়ে মুছে গেছে। আমন ধানের ক্ষেত এখন গাঢ় সবুজ রং ধারণ করেছে। সবুজে ঘেরা রোপা আমনের মাঠ পরিচর্যায় কৃষক এখন ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ফলনও ভালো হবে বলেও আশা করছে উপজেলা কৃষি বিভাগ।

সরেজমিনে উপজেলার মালাপাড়া, রামনগর, দুলালপুর, সিদলাই ও চান্দলা এলাকার আমনের মাঠ ঘুরে দেখা যায়, আমন ধানের ক্ষেত গাঢ় সবুজ রঙ ধারণ করেছে। যেন আমনের মাঠ পরে নিয়েছে গাঢ় সবুজ পোশাক। সবুজে ঘেরা রোপা আমনের মাঠে এখন কৃষক ব্যস্ত সময় পার করছেন। ফসল ভালো রাখতে ও ধানের উৎপাদন বাড়াতে ক্ষেত থেকে আগাছা পরিষ্কার, পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহার ও সার ছিটানোর কাজে ব্যস্ত কৃষকরা। কৃষকরা সন্তানের মতো পরিচর্যা করছেন ফসলি মাঠের। কৃষকরা বলছেন মাঝেমধ্যে বৃষ্টি হওয়ায় এ বছর এ উপজেলায় আমন আবাদের জন্য আবহাওয়া অনুকূলে রয়েছে। তাই ফুরফুরে মেজাজে রয়েছে কৃষকরা। ধানের চারাগুলো থেকে কয়েকদিন পর বের হবে থোর। আর কিছুদিন পরই কৃষকদের আমন ক্ষেত থেকে বের হবে ধানের মৌ মৌ গন্ধ।

কৃষক বিল্লাল হোসেন বলেন, মাঠজুড়ে ধানের সবুজ রং দেখলে মন ভরে যায়, বুকে তৃপ্তি আসে। আশা করছি, আবহাওয়া এ রকম অনুকূলে থাকলে এ বছর রোপা আমন ধানের ফলন ভালো হবে।

কৃষক ফারুক মিয়া বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় ও ধানে রোগবালাই ও পোকামাকড় তেমন না থাকায় কয়েকদিনেই ফসলের মাঠ অনেক সুন্দর হয়েছে। পুরো মাঠজুড়ে শুধু সবুজ আর সবুজ দেখা যায়। ফসলের এই রূপ দেখে মনে আত্মতৃপ্তি মিলে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাসান বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ব্রাহ্মণপাড়ায় সুন্দরভাবেই বেড়ে উঠছে আমন ধান। এতে এ বছর আশানুরূপ ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকদের পাশে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দিয়ে সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি অফিস।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD