1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় এক বছরে বিভিন্ন মামলায় ১২৭০ জন গ্রেফতার সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার - Dainik Cumilla
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার তিতাসে কবরস্থানের পাশ থেকে নারীর লাশ উদ্ধার দেবিদ্বারে রুবেল হত্যা মামলার আসামী বিল্লাল গ্রেপ্তার মুরাদনগরে যুবলীগ নেতাকে জাতীয় নাগরিক পাটিতে পূর্নবাসন চেষ্টা, জনতার প্রতিরোধ ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল চৌদ্দগ্রামে দাদার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ১ কুমিল্লার আদালতে সাবেক বার সেক্রেটারির ওপর আইনজীবীদের হামলা মুরাদনগর উপজেলার খাল দখল করে মাটি ভরাট করা হচ্ছে। মুরাদনগরে অবৈধ ড্রেজার দিয়ে সরকারি খাল মাটি ভরাট, প্রশাসন নিরব কুমিল্লার লাকসামে নানা শ্বশুর বাড়ি বেড়াতে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ৫ কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান

ব্রাহ্মণপাড়ায় এক বছরে বিভিন্ন মামলায় ১২৭০ জন গ্রেফতার সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১১৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এক বছরে বিভিন্ন মামলায় অভিযান চালিয়ে ১২৭০ জন গ্রেফতার করে। এছাড়া মাদক বিরোধী অভিযানে ১২৯৫ কেজি গাঁজা, ৪৯৩ পিস স্কাফ সিরাপ, ৫৪৮৭ পিস ইয়াবা, ১১৩ বোতল বিয়ার, ১৮৫ বোতল ফেনসিডিল ও ৪৬ বোতল বিদেশী মদ উদ্ধার করে। ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, ২০২২ সালের অক্টোবর মাসে ব্রাহ্মণপাড়া থানার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে ৭৪ কেজি গাঁজা, ২৫ বোতল স্কাপ সিরাপ, ১৬ বোতল বিয়ার উদ্ধার করে এবং সিআর মামলায় ৩১ জন, জিআর মামলায় ৪৯ জন এবং সাজাপ্রাপ্ত ৬ জনকে গ্রেফতার করে। একই বছর নভেম্বর মাসে গাঁজা ৮৩ কেজি, ইয়াবা ৫৮০ পিস, ফেনসিডিল ৪১ বোতল, স্কাফ সিরাপ ১৯১ বোতল উদ্ধার করে এছাড়া জিয়ার মামলায় গ্রেফতার করে ৬১ জন, সিআর মামলা ৩১ জন সাজা প্রাপ্ত আসামি ৪ জনকে গ্রেফতার করে। একই বছর ডিসেম্বর মাসে ১৫৯ কেজি গাঁজা, ৮০ বোতল স্কাফ সিরাপ, ১৭০০ পিস ইয়াবা, ৯ বোতল বিদেশী মদ উদ্ধার করে এছাড়া জিয়ার মামলায় ৪৩ জন, সিআর মামলায় ২০ জন এবং সাজা প্রাপ্ত ৫ জন কে গ্রেফতার করে। ২০২৩ সালের জানুয়ারি মাসে গাঁজা ১২১ কেজি, ইয়াবা ৬০০ পিস, মদ ১০ বোতল উদ্ধার করে এছাড়া জিয়ার মামলায় ৫১ জন, সিআর মামলায় ৩৯ জন, সাজা প্রাপ্ত ৪ জনকে গ্রেফতার করে। ফেব্রুয়ারি মাসে গাঁজা ৮৯ কেজি, ইয়াবা ৫০০ পিস, স্কাফ সিরাপ ৬৮ বোতল, মদ ১৫ বোতল উদ্ধার করে এছাড়া জিয়ার মামলায় ২৮ জন, সিআর মামলায় ২৯ জন এবং সাজা প্রাপ্ত ৭ জন কে গ্রেফতার করে। মার্চ মাসে গাঁজা ২০৫ কেজি, স্কাপ সিরাপ ১৫ বোতল, মদ ৭ বোতল, ফেনসিডিল ৯ বোতল উদ্ধার করে, এছাড়া জি আর মামলায় ৮২ জন, সিআর মামলায় ৪৭ জন এবং সাজা প্রাপ্ত ৩ জন কে গ্রেফতার করে। এপ্রিল মাসে গাঁজা ৫৬ কেজি, ইয়াবা ১৮০ পিস, মদ ৪৭ বোতল, বিয়ার ৩০ বোতল উদ্ধার করে, এছাড়া জিয়ার মামলায় ৭৪ জন, সিআর মামলায় ৪৭ জন এবং সাজাপ্রাপ্ত ২ জন কে গ্রেফতার করে। মে মাসে গাঁজা ১১২ কেজি, ইয়াবা ২৯৫ পিস, মদ ১০ বোতল, স্কাপ সিরাপ ১০ বোতল, ফেনসিডিল ২৭ বোতল উদ্ধার করে, এছাড়া জিআর মামলায় ৫৭ জন, সিআর মামলায় ৬৬ জন এবং সাজা প্রাপ্ত ৮ জনকে গ্রেফতার করে। জুন মাসে ১২৩ কেজি গাঁজা, ইয়াবা ২৫০ পিস, স্কাপ সিরাপ ৮০ বোতল উদ্ধার করে, এছাড়া জিয়ার মামলায় ৮৩ জন, সিআর মামলায় ৪৩ জন এবং সাজা প্রাপ্ত ৩ জনকে গ্রেফতার করে। জুলাই মাসে গাঁজা ৬২ কেজি, ইয়াবা ৯৪২ পিস, ফেনসিডিল ৯০ বোতল উদ্ধার করে, এছাড়া জিয়ার মামলার ৯৭ জন, সিআর মামলায় ৪০ জন এবং সাজাপ্রাপ্ত নয় জনকে গ্রেফতার করে। আগস্ট মাসে গাঁজা ৯৪ কেজি, ইয়াবা ৩৪০ পিস, বিয়ার ৩৬ বোতল এবং স্কাপ সিরাপ ২০ বোতল উদ্ধার করে, এছাড়া জি আর মামলায় ১১২ জন, সি আর মামলায় ১৯ জন এবং সাজাপ্রাপ্ত ৭ জন কে গ্রেফতার করে। সেপ্টেম্বর মাসে গাঁজা ১১৭ কেজি, ইয়াবা ১০০ পিস, বিয়ার ৩১ বোতল, স্কাফ সিরাপ ৪ বোতল, মদ ২ বোতল এবং ফেনসিডিল ১৮ বোতল উদ্ধার করে, এছাড়া জি আর মামলায় ৩৮ জন, সিআর মামলায় ১০ জন এবং সাজাপ্রাপ্ত ৫ জন কে গ্রেফতার করে। এব্যপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD