মোঃ রেজাউল হক শাকিল ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এক বছরে বিভিন্ন মামলায় অভিযান চালিয়ে ১২৭০ জন গ্রেফতার করে। এছাড়া মাদক বিরোধী অভিযানে ১২৯৫ কেজি গাঁজা, ৪৯৩ পিস স্কাফ সিরাপ, ৫৪৮৭ পিস ইয়াবা, ১১৩ বোতল বিয়ার, ১৮৫ বোতল ফেনসিডিল ও ৪৬ বোতল বিদেশী মদ উদ্ধার করে। ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, ২০২২ সালের অক্টোবর মাসে ব্রাহ্মণপাড়া থানার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে ৭৪ কেজি গাঁজা, ২৫ বোতল স্কাপ সিরাপ, ১৬ বোতল বিয়ার উদ্ধার করে এবং সিআর মামলায় ৩১ জন, জিআর মামলায় ৪৯ জন এবং সাজাপ্রাপ্ত ৬ জনকে গ্রেফতার করে। একই বছর নভেম্বর মাসে গাঁজা ৮৩ কেজি, ইয়াবা ৫৮০ পিস, ফেনসিডিল ৪১ বোতল, স্কাফ সিরাপ ১৯১ বোতল উদ্ধার করে এছাড়া জিয়ার মামলায় গ্রেফতার করে ৬১ জন, সিআর মামলা ৩১ জন সাজা প্রাপ্ত আসামি ৪ জনকে গ্রেফতার করে। একই বছর ডিসেম্বর মাসে ১৫৯ কেজি গাঁজা, ৮০ বোতল স্কাফ সিরাপ, ১৭০০ পিস ইয়াবা, ৯ বোতল বিদেশী মদ উদ্ধার করে এছাড়া জিয়ার মামলায় ৪৩ জন, সিআর মামলায় ২০ জন এবং সাজা প্রাপ্ত ৫ জন কে গ্রেফতার করে। ২০২৩ সালের জানুয়ারি মাসে গাঁজা ১২১ কেজি, ইয়াবা ৬০০ পিস, মদ ১০ বোতল উদ্ধার করে এছাড়া জিয়ার মামলায় ৫১ জন, সিআর মামলায় ৩৯ জন, সাজা প্রাপ্ত ৪ জনকে গ্রেফতার করে। ফেব্রুয়ারি মাসে গাঁজা ৮৯ কেজি, ইয়াবা ৫০০ পিস, স্কাফ সিরাপ ৬৮ বোতল, মদ ১৫ বোতল উদ্ধার করে এছাড়া জিয়ার মামলায় ২৮ জন, সিআর মামলায় ২৯ জন এবং সাজা প্রাপ্ত ৭ জন কে গ্রেফতার করে। মার্চ মাসে গাঁজা ২০৫ কেজি, স্কাপ সিরাপ ১৫ বোতল, মদ ৭ বোতল, ফেনসিডিল ৯ বোতল উদ্ধার করে, এছাড়া জি আর মামলায় ৮২ জন, সিআর মামলায় ৪৭ জন এবং সাজা প্রাপ্ত ৩ জন কে গ্রেফতার করে। এপ্রিল মাসে গাঁজা ৫৬ কেজি, ইয়াবা ১৮০ পিস, মদ ৪৭ বোতল, বিয়ার ৩০ বোতল উদ্ধার করে, এছাড়া জিয়ার মামলায় ৭৪ জন, সিআর মামলায় ৪৭ জন এবং সাজাপ্রাপ্ত ২ জন কে গ্রেফতার করে। মে মাসে গাঁজা ১১২ কেজি, ইয়াবা ২৯৫ পিস, মদ ১০ বোতল, স্কাপ সিরাপ ১০ বোতল, ফেনসিডিল ২৭ বোতল উদ্ধার করে, এছাড়া জিআর মামলায় ৫৭ জন, সিআর মামলায় ৬৬ জন এবং সাজা প্রাপ্ত ৮ জনকে গ্রেফতার করে। জুন মাসে ১২৩ কেজি গাঁজা, ইয়াবা ২৫০ পিস, স্কাপ সিরাপ ৮০ বোতল উদ্ধার করে, এছাড়া জিয়ার মামলায় ৮৩ জন, সিআর মামলায় ৪৩ জন এবং সাজা প্রাপ্ত ৩ জনকে গ্রেফতার করে। জুলাই মাসে গাঁজা ৬২ কেজি, ইয়াবা ৯৪২ পিস, ফেনসিডিল ৯০ বোতল উদ্ধার করে, এছাড়া জিয়ার মামলার ৯৭ জন, সিআর মামলায় ৪০ জন এবং সাজাপ্রাপ্ত নয় জনকে গ্রেফতার করে। আগস্ট মাসে গাঁজা ৯৪ কেজি, ইয়াবা ৩৪০ পিস, বিয়ার ৩৬ বোতল এবং স্কাপ সিরাপ ২০ বোতল উদ্ধার করে, এছাড়া জি আর মামলায় ১১২ জন, সি আর মামলায় ১৯ জন এবং সাজাপ্রাপ্ত ৭ জন কে গ্রেফতার করে। সেপ্টেম্বর মাসে গাঁজা ১১৭ কেজি, ইয়াবা ১০০ পিস, বিয়ার ৩১ বোতল, স্কাফ সিরাপ ৪ বোতল, মদ ২ বোতল এবং ফেনসিডিল ১৮ বোতল উদ্ধার করে, এছাড়া জি আর মামলায় ৩৮ জন, সিআর মামলায় ১০ জন এবং সাজাপ্রাপ্ত ৫ জন কে গ্রেফতার করে। এব্যপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, এই অভিযান অব্যাহত থাকবে।