মো.রেজাউল হক শাকিল ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স. ম. আজহারুল ইসলাম’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন দপ্তর ও সংগঠন।
গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নবাগত ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন অফিসার্স ক্লাব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, সকল ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা বিসিআইসি সার ডিলার, আহলে সুন্নাত ওয়াল জামাত সহ বিভিন্ন সংগঠন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুবুল হাসান, মৎস্য কর্মকর্তা জয় বনিক, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মজিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সমবায় কর্মকর্তা মঈন উদ্দিন হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, ইউআরসি ইন্সট্রাক্টর হাজেরা খাতুন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. হালিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদ হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, পল্লী বিদ্যুতের এজিএম আজহারুল ইসলাম আবীর উপস্থিত ছিলেন।
এছাড়া বিসিআইসি সারের ডিলার উপজেলা ডাইরেক্টর মো. শাহ আলম, শিমুল টেডার্স এর সত্তাধারী নজরুল ইসলাম নোয়াব ডিলার, মেসার্স বিসমিল্লাহ স্টোরের সত্তাধারী মো. দেলোয়ার হোসেন ডিলার, আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা আব্দুল মুবিন আখন্দ, সহসভাপতি আবুল হাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন মাস্টার, সহ সাংগঠনিক সম্পাদক বাবুল করিম, অর্থ বিষয়ক সম্পাদক শাহ মালু মিয়া ভান্ডারী, নির্বাহী সদস্য আইয়ুব খান পাঠান ও শফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, স. ম. আজহারুল ইসলাম গত রোববার (০৮ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার ইউএনও হিসেবে যোগদান করেন।