নেকবর হোসেন:
কুমিল্লার চৌদ্দগ্রামে ১২৪ কেজি গাঁজাসহ একটি পিকআপভ্যান আটক করেছে থানা পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার ৫নং শুভপুর ইউনিয়নের কাদৈর বাজারের পূর্বপাশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল মতিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা দ্রুত পালিয়ে যায়। পিকআপটিতে গাছের গুঁড়িবোঝাই করা অবস্থায় ছিল। পরে তল্লাশি চালিয়ে ১২৪ কেজি গাঁজার প্যাকেটসহ পিকআপটি জব্দ করা হয়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা জানায়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শুভপুর ইউনিয়নের কাদৈর বাজারের পূর্বপাশে গাঁজাসহ গড়িটি আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ দুজন দ্রুত পালিয়ে যায়।