1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
২৭ টাকার আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে! ভোক্তা অধিদপ্তরের অভিযান - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি কুমিল্লায় বকশিসে টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যার দায়ে আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লায় আ. লীগ নেতা জাকির গ্রেপ্তার কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান

২৭ টাকার আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে! ভোক্তা অধিদপ্তরের অভিযান

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

শামীম রায়হান॥

দাউদকান্দি উপজেলার নতুন ফেরিঘাট এলাকায় ৪টি আলুর হিমাগার রয়েছে। যেখানে মৌসুমি কৃষিজাত পণ্য আলু সংরক্ষিত করা হয়।
সরকার নির্ধারিত আলুর বাজারমূল্য ছিল ২৭ টাকা। মজুদদার ও হিমাগার কর্তৃপক্ষের যোগসাজশে ৫০ টাকা মূল্যে আলু বিক্রি হচ্ছে। এমন খবরের ভিত্তিতে জেলা ভোক্তা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নতুন ফেরিঘাট এলাকায় একযোগে সবগুলো আলু সংরক্ষিত হিমাগারে অভিযান পরিচালনা করেন।
এই অভিযানের বিষয়টি টের পেয়ে আলু মজুমদাররা গা ঢাকা দিয়ে সটকে পড়েন।

অভিযান পরিচালনার সময় ব্রাক নামের একটি হিমাগারের ব্যবস্থাপকের বিভিন্ন ত্রুটিবিচ্যুতি দেখতে পান ভোক্তা অধিদপ্তর। এই হিমাগারে আলু মজুদ আছে ৪৯ হাজার বস্তা। অভিযান পরিচালনা করার সময় ১৮৪ বস্তা আলু বিক্রি করেন দুই পাইকারি বিক্রেতার কাছে, অভিযান টের পেয়ে পাইকারি বিক্রেতাও লাপাত্তা হয়েছেন। এই হিমাগারের ব্যবস্থাপক শহিদুল ইসলামকে
দায়িত্ব অবহেলার কারণে কোনো জেল-জরিমানা না করে প্রাথমিক অবস্থায় শতর্ক করে দেন।
অভিযান পরিচালনা করেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান।
এসময় কুমিল্লা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম ও মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিনসহ পুলিশের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD