1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বিদেশী পিস্তল রিভলবার ও গুলিসহ গ্রেফতার ৪ - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অবৈধ রেগুলেটর ধ্বংস কুমিল্লায় সড়কের পাশে সরকারি গাছ কেটে নিলেন যুবদল নেতারা ব্রাহ্মণপাড়া ষাইটশালা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার প্রথম সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে বাংলাদেশ সাংবাদিক সমিতির উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় একাধিক মামলার আসামীসহ ৪ জন গ্রেপ্তার পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে চৌদ্দগ্রামে জামায়াতের লিফলেট বিতরণ কুমিল্লা সিটির কর্পোরেশনের এক লাখ ২২ হাজার শিশু কিশোর পাচ্ছে টাইফয়েড টিকা কুমিল্লায় তেল পরিমাপে গরমিল হওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা মাদক ও বাল্যবিবাহের বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানার ওসির সচেতনা মূলক সভা  ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

কুমিল্লায় বিদেশী পিস্তল রিভলবার ও গুলিসহ গ্রেফতার ৪

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৪ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকা থেকে বিদেশী পিস্তল, রিভলভার, গুলি, ম্যাগাজিনসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান। গ্রেফতারকৃত আসামীরা হলেন নগরীর ২য় মুরাদপুর এলাকার মোঃ রকিবের ছেলে মোঃ রিপন (৩২), ঠাকুরপাড়া এলাকার মোঃ জানে আলমের ছেলে মোঃ সাজ্জাদ আলম (২১), উত্তর চর্থা এলাকার কাজী আল মনসুর লিটনের ছেলে কাজী আল রাব্বী (২৯), ঠাকুপাড়া এলাকার মৃত আলী হায়দারের ছেলে মোঃ মোস্তফা রেজওয়ান হায়দার (২৯)। অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মোটরসাইকেলে তারা কুমিল্লা নগরীতে প্রবেশ করার সময় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে, ম্যাগজিন সহ ১টি বিদেশী পিস্তল, ১টি রিভলভার, ৫ রাউন্ড গুলি এবং২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের ঠাকুরপাড়া বসতবাড়ি হতে তার দেখানো মতে আরো ৭ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ১ টি পিস্তলের গুলির খোসা ও ২টি পিস্তলের কভার উদ্ধার করে ডিবি পুলিশ। ডিবি পুলিশ আরো জানান, আসামীরা বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা হতে এসব অবৈধ অস্ত্র ও গুলী সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে। উল্লেখ্য, আসামী রিপন (৩২) এর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ ৩টি মামলা, আসামী কাজী আল রাব্বী (২৯) এর বিরুদ্ধে ০১টি মামলা ছাড়া আসামী মোঃ মোস্তফা রেজওয়ান হায়দার (২৯) এর বিরুদ্ধে ০১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।উক্ত প্রেস কনফারেন্সে জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া সহ জেলা ডিবির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD