1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেবীদ্বারে লাগামহীন লোডশেডিং ও বাড়তি বিলের বোঝায় অতিষ্ঠ জনজীবন - Dainik Cumilla
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ১৫ লাখ টাকার ভারতীয় গাঁজাসহ পিকআপ জব্দ কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর বাবুল গ্রেপ্তার কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামসুল আলম ওএসডি কুমিল্লা নগরীর আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৮ নেতাকর্মী গ্রেফতার পারভেজ হত্যার প্রতিবাদে লাকসাম সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন লাকসামে এক পরিবারের বাধায় বন্ধ সড়কের কাজ, দুর্ভোগে হাজার-হাজার মানুষ ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে বীর মুক্তিযোদ্ধার দুটি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা ব্রাহ্মণপাড়ায় পার্টনার ফিল্ড স্কুলে উত্তম কৃষি চর্চার কার্যক্রম অব্যাহত লাকসামে আশা’র প্রযুক্তি সহায়তা প্রকল্প বাস্তবায়নে শাখা ব্যবস্থাপকদের সভা “ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন” এর প্রতি গাউছিয়া ইসলামিক মিশন-কুমিল্লার সংহতি প্রকাশ

দেবীদ্বারে লাগামহীন লোডশেডিং ও বাড়তি বিলের বোঝায় অতিষ্ঠ জনজীবন

  • প্রকাশিতঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০০ বার পঠিত

শফিউল আলম রাজীব:

কুমিল্লার দেবীদ্বারে বেপরোয়া হয়ে উঠেছে পল্লীবিদ্যুৎ। লাগামহীন লোডশেডিং ও বাড়তি বিলের বোঝায় অতিষ্ঠ হয়ে পরেছে জনজীবন।

বুধবার ( ৬ সেপ্টেম্বর) দেবীদ্বারের স্থানীয় লোকজন ও ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, জেলার আশেপাশের উপজেলা গুলোতে যখন নামমাত্র লোডশেডিং হচ্ছে সেখানে দেবীদ্বার ২৪ ঘন্টার মধ্যে ১৫-১৬ ঘন্টা থাকতে হচ্ছে বিদ্যুৎ বিহীন। সেইসাথে লোডশেডিংয়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুৎ বিল। জুন মাসের তুলনায় জুলাই মাসের বিল বেড়ে দাড়িয়েছে কয়েক গুণ। এ নিয়ে গ্রাহকদের মাঝে ক্ষোভ বিরাজ করতে দেখা গেছে। অতিরিক্ত বিলের বোঝা থেকে রক্ষা পেতে গ্রাহকরা কুমিল্লা-১ দেবীদ্বার পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেও কোনো সমাধান পায়নি। বিদ্যুৎ সংযোগ টিকিয়ে রাখতে বাধ্য হয়েই বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়েছে বলে জানিয়েন ভুক্তভোগী গ্রাহকেরা। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ব্যাবসা বানিজ্যে ভাটা পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যাবসায়ীরা।

তারা আরো জানায়, দিন নেই রাত নেই প্রচন্ড গরমে বিদ্যুৎ বিহীন থেকে পরিবারের অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না। এখন বিদ্যুৎ যায় না মাঝে মধ্যে আসে। বর্তমান ডিজিএম আসার পর থেকেই অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ’র এমন বাড়তি ভুতুরে বিল দেখা গেছে, যা আগে কখনো এমনটা দেখিনি। বিদ্যুৎ বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীরা লুটপাটে পকেট ভারি করতেই গ্রাহকদের ভুতুড়ে বিল প্রদানের মাধ্যমে হয়রানি ও জনগণের পকেট কাটার ব্যবস্থা করেছে।

পল্লী বিদ্যুৎ গ্রাহক, উপজেলার সাইলচর গ্রামের মোঃ আলমগীর সরকার বলেন, গত দু’মাস ধরে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং থাকার পরও বিদ্যুৎ ব্যবহার বেশি দেখিয়ে আমাদের কাছ থেকে জুন মাসের তুলনায় জুলাই মাসে কয়েক গুন বেশি টাকা হাতিয়ে নিচ্ছে পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ। জুন মাসে বিল ৮শ টাকা, জুলাই মাসে ১ হাজার ৯শত ৯৩টাকা কিভাবে এতো বাড়তি বিল আসে জানতে চেয়ে ডিজিএম সাহেবের কাছে গেলে তিনি বলেন, আপনি বেশি বিদ্যুৎ ব্যাবহার করেছেন, বিল তো পরিশোধ করতেই হবে৷ তাই বাধ্য হয়েই বিল পরিশোধ করতে হয়েছে। এ অফিসের আওতায় চলতি বছরের জুলাই মাসে প্রায় ৫০ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল কয়েকগুন বৃদ্ধি পেয়েছে।

এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ-১ দেবীদ্বার জোনাল অফিসের (ডিজিএম) রেজাউল করিম বলেন, বিদ্যুৎ বেশি ব্যাবহার করলে বিলতো বেশি আসবেই। ইউনিটের মূল্য হিসেবেই বিদ্যুৎ বিল করা হয়। বর্তমানে আমাদের বিদ্যুৎ চাহিদা ২২ মেগাওয়াট আমরা কখনো ১০,১২,১৫ মেগাওয়াট পাচ্ছি। যখন যেমন বিদ্যুৎ পাচ্ছি তখন তেমন সাপ্লাই দিচ্ছি। চাহিদার তুলনায় বিদ্যুৎ সাপ্লাই কম থাকায় লোডশেডিং দিতে হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD