1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা :রোশন আলী মাষ্টার - Dainik Cumilla
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা শ্রমিকদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বরযাত্রীর খাবার চুরি : বি‌য়ে নাক‌রেই ফি‌রে যা‌চ্ছিল বর আসিফর মাহমুদের বিরুদ্ধে মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধীরা নাঙ্গলকোটে বলৎকারের পর শিশুকে হত্যা, কিশোর আটক ঢাকাস্থ ব্রাহ্মণপাড়া সমিতির উদ্যোগে যাকাত তহবিল থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালী কুমিল্লা সাংস্কৃতিক জোটের ধারাবাহিক নেতৃত্বের পালাবদল সম্পন্ন বর্ষসেরা সাংস্কৃতিক কর্মী হিসেবে সম্মাননা পেয়েছেন মোঃ আশিকুর রহমান শিশির শ্রমিকদের অধিকার এখনো নিশ্চিত হয়নি -ড. সরওয়ার ছিদ্দিকী

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা :রোশন আলী মাষ্টার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১০২ বার পঠিত

শফিউল আলম রাজীব:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি ভূখণ্ড একটি স্বাধীন দেশ আমাদের সোনার বাংলাদেশ। এই দেশের উন্নয়নে মানুষের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধু ছিলো বদ্ধপরিকর। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট একদল বিপথগামী ঘাতক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। সেদিন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে থাকায় প্রাণ রক্ষা পান তিনি। আজ তিনি তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরনে দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই গড়ে উঠবে আগামীর স্মার্ট বাংলাদেশ।

মঙ্গলবার বিকেলে দেবীদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীর শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার এসব কথা বলেন।

ইউসুফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহআলম মাঝি’র সঞ্চালনায় ইউসুফপুর ইউনিয়নের পীর মহেশপুর মধ্যেপাড়া বায়তুল সালাত মসজিদ মাঠে অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোসলে উদ্দিন মানিক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, পৌর সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, ইউসুফপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুস সালাম বাদশা মিয়া, কুমিল্লা উত্তর জেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ ফারুক, মোঃ সাহিদ প্রমুখ। এছাড়াও ইউসুফপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের পেশ ইমাম ক্বারী মোঃ সামসুল ইসলাম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD