1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেবীদ্বারে থানার গাছ উপড়ে পড়ে সড়কে দীর্ঘ ৫ কিলোমিটার জুড়ে যানজট; দুর্ভোগ - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি কুমিল্লায় বকশিসে টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যার দায়ে আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লায় আ. লীগ নেতা জাকির গ্রেপ্তার কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান

দেবীদ্বারে থানার গাছ উপড়ে পড়ে সড়কে দীর্ঘ ৫ কিলোমিটার জুড়ে যানজট; দুর্ভোগ

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১০৩ বার পঠিত

শফিউল আলম রাজীব:

কুমিল্লার দেবীদ্বারে থানার গাছ উপড়ে পড়ে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ ৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (১৬ আগষ্ট) ভোর রাত ৪টা ৪০ মিনিটে এ ঘটনাটি ঘটে। ফলে দুর্ভোগে পড়তে হয়েছে রাস্তা চলাচলে যাত্রীদের। এসময় অফিসগামী যাত্রী ও স্কুল কলেজের শিক্ষার্থীদের পায়ে হেঁটে যেতে দেখা গেছে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন যাবৎ টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে থাকায় দেবীদ্বার থানার বাউন্ডারির ভিতর থেকে একসাথে ৩টি গাছ (চামল, নাড়িকেল, মেহাগুনি) কুমিল্লা-সিলেট মহাসড়কের উপর উপড়ে পড়েছে। সড়কের ওপর গাছগুলো পড়ায় এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, এতে রাস্তার দু’পাশে প্রায় দীর্ঘ ৫-৬কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ ৬ ঘন্টা যাবৎ সড়ক থেকে গাছগুলো সড়িয়ে নিতে দেবীদ্বার পৌরসভার কর্মী, থানা পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা আরো বলেন, কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে অনেক জায়গায়
মরা গাছগুলো ঠাঁই হয়ে দাঁড়িয়ে আছে। যেকোনো সময় তা ভেঙ্গে পড়ে বড়ধরনের দূর্ঘটনা ও যানজটের সৃষ্টি হতেপারে। তাই এ বিষয়েও ব্যাবস্থা গ্রহনের জন্য সড়ক ও জনপদ বিভাগকে অনুরোধ করবো। দুপুর পৌনে ১২টা এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কের এক পাশ দিয়ে গাড়ি চলাচলের ব্যাবস্থা করে দেওয়া হয়েছে, থেমে থেমে চলছে যানবাহন।

এবিষয়ে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমল কৃষ্ণ ধর সকাল সোয়া ১১টায় জানান, বৃষ্টির কারণে ভোর রাতে গাছ উপরে সড়কে পড়েছে, আমরা সড়কে যানচলাচল সচল করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD