শফিউল আলম রাজীব:
কুমিল্লার দেবীদ্বারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিতহয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লা-৪ দেবীদ্বারের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমল কৃষ্ণ ধর, পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম, জেলা পরিষদ সদস্য বাবুল হোসেন রাজু, শিরিন সুলতানা, নিউইয়র্ক প্রবাসী ডা. ফেরদৌস খন্দকার, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়া জেলা ও উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনের পক্ষে পৃথক ভাবে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়।
১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দোয়া মোনাজাত এবং বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়।