শফিউল আলম রাজীব :
ষাট গাড়িতে ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে কুমিল্লার দেবীদ্বার পৌরসভার নির্বাচিত মেয়র সাইফুল ইসলাম শামীমের শপথ গ্রহন অনুষ্ঠানে যোগদান।
বৃহস্পতিবার সকাল ১০টায় দেবীদ্বার নিউমার্কেট মেয়রের বাসবভন স্বপ্নীল টাওয়ারের সামনে থেকে গাড়ীতে নেতাকর্মীদের নিয়ে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় শপথ অনুষ্ঠানের বহরে ছিলেন আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতাকর্মী। পৌরসভার কাউন্সিলর ও পৌরসভা সহ কয়েকটি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা কার্যালয়ে গিয়ে দেখা গেছে পৌরসভার ৩১ কর্মকর্তা কর্মচারীর মধ্য অধিকাংশই অনুপস্থিত।
দেবীদ্বার পৌর আওয়ামী লীগের একটি সূত্র জানায়, এই শপথ অনুষ্ঠানে যাওয়ার জন্য ৬০ টি মাইক্রোবাসে ৬০০ জন ও সাধারন কাউন্সিল এবং সংরক্ষিত কাউন্সিলরগন আলাদাভাবে ব্যক্তিগত আরো কিছু মাইক্রোবাস নিয়ে ৬ শতাধিক নেতা-কর্মী দেবীদ্বার থেকে চট্টগ্রামে যান।
বৃহস্পতিবারবার বিকেল ৪টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক অনুষ্ঠানে দেবীদ্বার পৌর মেয়র সাইফুল ইসলাম শামীমকে শপথ বাক্য পাঠ করানো হয়। পরবর্তিতে দেবীদ্বার পৌরসভার সাধারণ ওয়ার্ডের ৯ জন ও সংরক্ষিত নারী আসনের ৩ জন কাউন্সিলর দেরকেও একই স্থানে শপথ পাঠ করানো হয়।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম এ শপথ বাক্য পাঠ করান। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলাতানাসহ অন্যান্য কর্মকর্তাগণ।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, এই সফরে মেয়র ও কাউন্সিলরদের ব্যয়ভার পৌরসভা থেকে এবং বাকিদের ব্যায়ভার মেয়র ও কাউন্সিলরদের পক্ষ থেকে বহন করেছেন। তাছাড়া বিভিন্ন স্কুল-কলেজ, স্বাস্থ্য ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ছুটি ব্যাতীত মেয়রের শপথ অনুষ্ঠানে যোগদান করেন।
এ ব্যাপারে জানতে চাইলে দেবীদ্বার পৌর সভার সচিব ফখরুল ইসলাম মুঠোফোনে জানান, আমাকে না জানিয়ে এবং ছুটি না নিয়ে অনেকেই আজ অনুপস্থিত। তাছাড়া বারেরা কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে ওই ক্লিনিকের হেলথ প্রোভাইডার শপথ অনুষ্ঠানে যোগদানের প্রমান পেয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
মেয়র সাইফুল ইসলাম শামীম বৃহস্পতিবার বিকেলে জানান, ৬০টি গাড়িতে প্রায় ৬শতাধিক নেতাকর্মী নিয়ে আমরা শপথ গ্রহন অনুষ্ঠানে যোগদান করি। এতে আওয়ামিলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন।
উল্লেখ্য, গত ১৭ জুলাই দেবীদ্বার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুল ইসলাম শামীম ১২ হাজার ১৪৯ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নারকেলগাছ প্রতীকের মো. আবুল কাশেম পেয়েছেন ৭ হাজার ৭৭১ ভোট।