শফিউল আলম রাজীব :
কুমিল্লার দেবীদ্বারে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রল্পের ৪র্থ পর্যায়ে জমি ও ঘর পেলো আরও ১০০ ভূমিহীন পরিবার।
বধুবার (৯ আগস্ট)সকালে একযোগে সারাদেশে আশ্রয়ণ-২ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভার্চুয়ালি সংযুক্ত হয়ে জমি ও গৃহ হন্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ দেশের ২২ হাজার ১০১ জন গৃহ-ভূমিহীনদের মাঝে আশ্রয়নের ঘর হস্তান্তর করেন। এর মধ্য দিয়ে চতুর্থ পর্যায়ে উপজেলার ১০০টি ভূমি ও গৃহহীন পরিবার আনুষ্ঠানিকভাবে জমি ও ঘর পেয়ে আনন্দিত। চতুর্থ পর্যায়ে (১ম ধাপে) ১০০ টি ঘরসহ দেবীদ্বারে মোট ৪০৫টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ দলিল হস্তান্তর করা হয়।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভার নব নির্বাচিত মেয়র সাইফুল ইসলাম শামীম, সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, অধ্যক্ষ হুমায়ুন কবির চেয়ারম্যানসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।