শফিউল আলম রাজীব :
কুমিল্লার দেবীদ্বারে “সংগ্রামে স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জম্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়৷
সোমবার(৮ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জম্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দেবীদ্বারের নবনির্বাচিত পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাউন্সিলর শামীমা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।