শফিউল আলম রাজীব :
দেবীদ্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে দেবীদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ, দোয়া অনুষ্ঠান, বৃক্ষ রোপন ও চারা বিতরণ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে শেখ কামালের জীবন বিষয়ক আলোচনা সভা, স্মৃতিচারণ ও ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কমল কৃষ্ণ ধর, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাছির উদ্দীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।