অদ্য ৩১/০৭/২০২৩ ইং তারিখ রাত অনুঃ ২২.৫০ ঘটিকায় হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়নের চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ, এসআই(নিঃ)/ খোকন কান্তি রুদ্র এর নেতৃত্বে এএসআই(নিঃ)/ দিদারুল ইসলাম সংগীয় ফোর্সসহ কক্সবাজার জেলার চকরিয়া থানার ফাঁসিয়াখালি ইউনিয়নের ভেন্ডিবাজার নামক স্থানের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেসার্স আইয়ুব চৌধুরী ফিলিং স্টেশন এর সামনে চট্টগ্রামগামী মহাসড়কের পাশে একটি পিক-আপের মধ্যে মাদক জাতীয় ইয়াবা আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের পাশে পার্কিং করা একটি পিক-আপ রেজিঃ নং- চট্ট মেট্রো-ন-১১-৮৭৭৮ গাড়িটির চালককে খোজাখুজি করে না পেয়ে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ড্রাইভারের সিটের পিছনে বিশেষ কায়দায় লুকানো একটি হালকা সবুজ রঙের ব্যাগের ভিতরে সাদা কসটেপ দ্বারা মোড়ানো একটি পোটলায় নীল রঙের ১০ টি এয়ারটাইট প্যাকেটের মধ্যে ০৯ টি প্যাকেটে ১৮০০ (একহাজার আটশত) ০১ টি প্যাকেটে ১৭০ (একশত সত্তর) সহ সর্বমোট ১৯৭০ (এক হাজার নয়শত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ৩১/০৭/২৩ ইং রাত ২২.৫০ ঘটিকার সময় উপস্থিত স্বাক্ষীদের সামনে উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
আটককৃত পিক-আপের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।