অদ্য ২৮/০৭/২০২৩ খ্রিঃ তারিখ অনুমান ১৭.১০ ঘটিকায় হাইওয়ে কুমিল্লা রিজিয়নের খাটিহাতা হাইওয়ে থানার এএসআই (নিঃ)/মোঃ মনির মিয়া সঙ্গীয়ফোর্স সহ মোবাইল ডিউটি করা কালে ব্রাহ্মনবাড়িয়া মডেল থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে মামুন বাস কাউন্টারের সামনে গোপন সংবাদের প্রেক্ষিতে ঢাকার উদ্দেশে যাওয়ার জন্য অপেক্ষামান যাত্রী আসামি ১)মোসাঃ সেলিনা(৪০), স্বামী-মোঃ নুর ইসলাম, পিতা-মৃঃ লোকমান, মাতা-মোসাঃ আরজুদা বেগম, গ্রাম- নওয়াপাড়া খাঁ বাড়ি, পোঃ- মমতাবাজ, থানা- কসবা জেলা-ব্রাহ্মণবাড়িয়া ২) মোসাঃ কুলসুম বেগম (৪০), স্বামী আব্দুল মিয়া, পিতা – আব্দুল খালেক, মাতা-নুর জাহান বেগম,গ্রাম- গঙ্গারচর মেঘনাবাজার, থানা-মাধবদি, জেলা-নরসিংদী’র হাতে থাকা অবস্থায় দুই(০২) কেজি গাঁজা ও ১০(দশ) বোতল ফেন্সিডিল উদ্ধারপুর্বক উপস্হিত স্বাক্ষীদের সামনে জব্দ তালিকামুলে জব্দ করা হয়।
আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।