অদ্য ২৬/০৭/২০২৩ খ্রিঃ তারিখ ১৮:৩৫ ঘটিকায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের মালুমঘাট হাইওয়ে থানার এসআই(নিঃ)/ জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্রগাম-কক্সবাজার মহাসড়কের হাসিনাপাড়া নামক স্থানে চট্টগ্রামমুখী লেনে যাত্রীবাহী বাস সৌদিয়া রেজিস্ট্রেশন চট্ট মেট্রো ব-১১-১৮৮৪ এর যাত্রী আসামী ১) কারিশমা (২১), স্বামী – মোঃ হেলাল, সাং মাঝিরকাটা গর্জনিয়া থানা: রামু ও ২) রুবিনা আক্তার (২৪), স্বামী- রবি আলম হারুন সাং – হ্নীলা, থানা- টেকনাফ উভয়জেলা: কক্সবাজার’দেরকে আটক করা হয়। তাদের উভয়ের পায়ে পরিহিত জুতার মধ্যে বিশেষ কৌশলে লুকানো প্রতি জুতায় ৫০০ পিস করে ৪ টি জুতার মধ্যে হতে মোট ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আসামীদের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।