স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় বাড়ি দখলের দ্বন্দ্ব নিয়ে মা, ৩ ভাই ও অন্তঃসত্ত্বা ভাবীকে পিটিয়ে জখম করেছে ছেলে। গতকাল কুমিল্লা মহানগরীর সুজানগর এলাকায় এই ঘটনাটি ঘটে। এবিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মামলা করেন আহত মা পুতুল বিবি।
অভিযোগ সূত্রে জানা যায়, পুতুল বিবি কুমিল্লা সিটি করপোরেশনের সুজানগর এলাকার মৃত শফিক মিয়ার স্ত্রী। তিনি স্বামীর মৃত্যুর পরে তার নামে লিখিত সম্পত্তি ২টি বাড়িতে সন্তানদের নিয়ে বসবাস করে আসছেন। পুতুল বিবি তার ৩ সন্তান শরিফ, আল আমিন ও সজীবকে একটি বাড়িতে থাকেন। অপর একটি তিন তলা বাড়িতে উনার ছোট ছেলে জহির ও তার স্ত্রী রত্না জোড় পূর্বক দখল করে রেখেছেন। এছাড়াও জহির ওই বাড়িতে জুয়ার আসর বসানোর ও অভিযোগ রয়েছে। পুতুল বিবি তার সকল ছেলেদের সমান ভাগ দেয়ার কথা বললে ক্ষুদ্ধ জহির ও তার স্ত্রী রত্না তার উপর চড়াও হয়। এক পর্যায়ে জহির তার স্ত্রীকে সাথে নিয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। লাঠির আঘাতে আহত হন পুতুল বিবি, সজীব,আল আমিন, ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী সালমা। সালমার পেটে লাথি মেরে তার গলায় থাকা চেইন ও ঘরে জমানো ৫০ হাজার টাকাও কেড়ে নেয় জহির। পরে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়।
পুতুল বিবি বলেন, এমন সন্তান যেন পৃথিবীতে আর কারো না থাকে। এই ঘটনার সুষ্ঠ বিচার চান তিনি।
আল আমিন বলেন, জহির ডিবি পুলিশের গাড়ির ড্রাইভার ছিলো, কিছু হলেই সে পুলিশের ভয় দেখায়।
এলাকাবাসী জানায়, এই দ্বন্দ্ব বহুদিন ধরে চলে আসছে। মায়ের গায়ে হাত তোলা জঘন্য অপরাধ। এর বিচার দাবী করেন তারা।
অপরদিকে জহিরের স্ত্রী রত্না সাংবাদিকদের দেখে উত্তেজিত হয়ে পরে। কোন কথা বলতে রাজি হননি তিনি।