1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বার পৌরসভা নির্বাচনে প্রথম মেয়র শামীম - Dainik Cumilla
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ভারতীয় মোবাইল ও ডিসপ্লে জব্দ বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে বেঁধে নির্যাতন, মূল হোতা আটক ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে ২ ব্যাক্তিকে কারাদণ্ড ব্রাহ্মণপাড়া ইউএনওর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে অবৈধভাবে জগন্নাথদীঘির পানি আটকে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে নাঙ্গলকোটে মানববন্ধন দাউদকান্দিতে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

দেবীদ্বার পৌরসভা নির্বাচনে প্রথম মেয়র শামীম

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

শফিউল আলম রাজীব :

প্রতিষ্ঠার ২১ বছর পর অনুষ্ঠিত দেবীদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে প্রথম মেয়র হলেন নৌকা প্রতিকের সাইফুল ইসলাম শামীম। সোমবার রাত ৯ টার দিকে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম তাকে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষনা করেন।

সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত পৌর নির্বাচনের বেসরকারী ফলাফলে শামীম পেয়েছেন ১২ হাজার ১৪৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থী নারিকেলগাছ প্রতিকের মোঃ আবুল কাসেম পেয়েছেন ৭ হাজার ৭৭১ ভোট। মোট ৪ হাজার ৩৭৮ ভোটের ব্যবধানে জয়ী হয়ে মেয়র হলেন ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় নেতা সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম শামীম।

২০০২ সালে দেবীদ্বার পৌরসভা গঠিত হলেও সীমানা সংক্রান্ত মামলা জটিলতায় দীর্ঘ ২১ বছর অনুষ্ঠিত হলো দেবীদ্বার পৌরসভা নির্বাচন। ওই নির্বাচনে মেয়র পদে লড়াই করেছেন ৮জন প্রার্থী। সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিলেন ৬৯জন এবং সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৮ জন। পৌরসভায় মোট ভোটারসংখ্যা ৪৪ হাজার ৫৮৭ জন। এ পৌরসভায় ইভিএমের মাধ্যমে ১৪ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দেবীদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে এম, এ কাইয়ুম ভূইয়া (ক্যারামবোর্ড) ৪ হাজার ৯৮৮ ভোট, শাহজাহান মোল্লা (ইস্ত্রি) ১ হাজার ৬৯৬ ভোট, এবিএম আতিকুর রহমান বাশার (মোবাইল ফোন) ৮৭০ ভোট, আবুল খায়ের (কম্পিউটার) ১ হাজার ৫৩৭ ভোট, এ্যাড. সাইফুল ইসলাম সরকার (জগ) ২৩১ এবং শরিফুল ইসলাম সুমন (চামচ) ৩২৩ ভোট পেয়েছেন।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন, ১নং ওয়ার্ড মোঃ আব্দুল কাদের, ২নং মোঃ আমির হোসেন, ৩নং সৈয়দ নাঈমুল হোসেন, ৪নং মোঃ আবুল হোসেন, ৫নং মোঃ আবুল বাশার সরকার, ৬নং মোঃ আব্দুল আলিম, ৭নং মোঃ বাড়ির উদ্দিন, ৮নং মোহাম্মদ মজিবুর রহমান, ৯নং মাওলানা আবু সাঈদ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১নং ওয়ার্ড কামরুন্নাহার, ২নং শামীমা আক্তার ও ৩নং ওয়ার্ড থেকে শারমিন আক্তার বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD