গোলাম হোসাইন তামজীদ:
কুমিল্লায় ১৯শ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (৫ জুলাই) দুপুরে কুমিল্লা হাইওয়ের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, জেলার লাকসাম উপজেলার ক্রসিং হাইওয়ে থানার এস আই মোস্তফা কামাল ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানাধীন বদরপুর নামক স্থানে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উপর চট্টগ্রামগামী হিলসা বাসের যাত্রী নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ শাহ আলম (৫৫) কে ১৯শ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনিও আরও জানান, হাইওয়ে পুলিশ রাস্তা ঘাটে জনগণের নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে এর পাশাপাশি মাদক ও চোরাকারবারি নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। আসামির বিরুদ্ধে কুমিল্লা বরুড়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।