কুমিল্লায় লাকসাম ক্রসিং হাইওয়ে থানা কর্তৃক ০৪(চার) কেজি গাঁজাসহ আটক ২
অদ্য-২২ জুন দুপুরে কুমিল্লা রিজিয়নের লাকসাম ক্রসিং হাইওয়ে থানায় কর্মরত এসআই(নিঃ)/ মোঃ শিপন মিয়া সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন লাকসাম ক্রসিং হাইওয়ে থানার দক্ষিণ পাশে বারপাড়া সাকিনস্থ কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপর নোয়াখালীগামী লেনে গোপন সংবাদের ভিত্তিতে উপকুল বাস যার রেজিঃ কুমিল্লা-ব-১১-০০৯৪ গাড়ীতে থাকা আসামী ১। আবদুর রশিদ বিশ্বাস (৬০), পিতা- ছবুল্লা বিশ্বাস, মাতা- তফুরা খাতুন, সাং- ভুরঘাটা, থানা- গৌরনদী, জেলা- বরিশাল এর নিকট থাকা ০১টি ব্যাগ তল্লাশী করে ০২ (দুই) কেজি গাঁজা এবং আসামী ২। ফয়সাল আহমেদ (১৯), পিতা- মোঃ শাজাহান হাওলাদার, মাতা- ময়না বেগম, সাং- খারদী, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর এর নিকট থাকা অপর ০১ টি ব্যাগ তল্লাশী করে আরো ০২ (দুই) কেজি গাঁজাসহ মোট-০৪ (চার) কেজি গাজা উদ্ধার করা হয়। আসামি ০২ জনকে গ্রেপ্তারপূর্বক থানা হেফাজতে রাখা হয়েছে। কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, আসামিদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।