সাকলাইন যোবায়ের ।। কুমিল্লার হাসপাতাল গুলোতে আগুন লাগলে তা কিভাবে প্রাথমিক অবস্থায় নিয়ন্ত্রণ করতে হবে এর একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে।
রোববার (১৮ জুন) সাড়ে ১১ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা,ডাক্তার, নার্স এবং স্টাফদের নিয়ে অগ্নি নির্বাপন মহড়া প্রশিক্ষণ দেন ইপিজেড ফায়ার সার্ভিসে ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো.শামসুল আলম।
কুমেকের অগ্নি নির্বাপণ মহড়ায় অংশগ্রহণ করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকী এবং সহকারী পরিচালক ডাক্তার নিশাদ সুলতানা এবং হাসপাতালের ডাক্তার, নার্স কর্মচারীগণ।
ইপিজেড ফায়ার সার্ভিসে ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো.শামসুল আলম বলেন, হাসপাতালের কোন কক্ষে আগুনের সূত্রপাত হলে তা প্রাথমিক অবস্থায় অগ্নি নির্বাপণ মেশিন দিয়ে কিভাবে আগুন নিয়ন্ত্রণ করতে হয় এসকল যাবতীয় ফর্মূলা আমরা কুমেকের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দিয়েছি। এতে করে হাসপাতাল কর্তৃপক্ষ আগুন নিভানোর কৌশলগুলো রপ্ত করেছে। এ প্রশিক্ষণ তাদের আগুণ নিভানোর কাজে সহায়ক ভূমিকা পালন করবে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মো. আজিজুর রহমান সিদ্দিকী বলেন,হাসপাতালে শর্ট সার্কিট বা অন্য কোন ভাবে আগুন লাগলে প্রাথমিক ভাবে তা কিভাবে নির্বাপন করতে হয় তা আমাদেরকে ফায়ার সার্ভিসের লোকজন প্রশিক্ষণ দিয়েছেন।