1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করতে ভাইস চেয়ারম্যান থেকে পদত্যাগ - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু

পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করতে ভাইস চেয়ারম্যান থেকে পদত্যাগ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৯৩ বার পঠিত

শফিউল আলম রাজীব :

কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচনে অংগ্রহন করতে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যগ গ্রহন করেন হাজী আবুল কাশেম ওমানি।

মঙ্গলবার দুপুরে ২টায় উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ এর ১২ ধারা অনুযায়ী দেবীদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার নিকট জমা দেন তিনি।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার শাখার সচিব বরাবর লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, কুমিল্লা জেলাধীন দেবীদ্বার উপজেলা পরিষদের বিগত নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করে আসছি। আগামী ১৭ জুলাই ২০২৩ইং তারিখে দেবীদ্বার পৌরসভার মেয়র পদে নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে তফসিল ঘোষনা করা হয়েছে। সে প্রেক্ষিতে পৌর এলাকার সর্বসাধারণ আমাকে পৌরসভার মেয়র পদে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন। তাদের অনুরোধের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক আমি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার মনস্থির করেছি। সে মোতাবেক মেয়র পদে নির্বাচনে অংশ গ্রহনের লক্ষ্যে আমি উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ এর ১২ ধারা অনুযায়ী দেবীদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহন করেছি বিধায় অত্র পদত্যাগপত্র দাখিল করলাম। অনুগ্রহ পূর্বক আমার পদত্যাগপত্র গ্রহন করে আগামী ১৪/০৬/২০২৩ খ্রিঃ হতে আমাকে দেবীদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব হতে অব্যাহতি প্রদানক্রমে আসন্ন দেবীদ্বার পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার পথ সুগম করতে সদয় মর্জি হয়।

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্বাচন কমিশন সচিবালয়, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা নির্বাচন কর্মকর্তা, দেবীদ্বার পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রেসক্লাবকে অনুলিপি প্রধান করা হয়েছে।

আবুল কাশেম ওমানি বর্তমান আহবায়ক কমিটিতে ২০১৭ সাল থেকে দেবীদ্বার উপজেলা যুবলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।

এবিষয়ে আবুল কাশেম ওমানি বলেন, পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করতে আমি আজ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ভাইস চেয়ারম্যান পদ থেকে অব্যহতি পত্র জমা দিয়েছি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার নিকট মুঠোফোনে ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানি আপনার নিকট পদত্যাগ পত্র জমা দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল নৌবাহিনীর প্রধান আসবেন অফিসাররা সামনে আছেন আমি পরে কথা বলছি বলে ফোন রেখে দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD