শফিউল আলম রাজীব :
বহুল প্রতীক্ষিত কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন সাইফুল ইসলাম শামীম। আগামী ১৭ জুলাই নির্বাচনের নৌকার মাঝি।
শুক্রবার (৯জুন) সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র সভাপতিত্বে গণভবনে আয়োজিত বাংলাদেশ আওয়ামীলীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও সভায় জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন প্রদান এবং ৯টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন পরিষদের প্রার্থীদের দলীয় মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে।
এদিকে শুক্রবার রাত সাড়ে ১০টায় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ার খবর ছরিয়ে পরলে রাত ১১টায় দেবীদ্বার নিউমার্কেট এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছে আওয়ামীলীগ ও অংগসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাইফুল ইসলাম শামীমের সমর্থকেরা। অপরদিকে দলীয় মনোনয়নে আওয়ামীলীগের ত্যাগী ও পুরখাওয়া নেতাদের মূল্যায়ন করা হয়নি বলেও অভিযোগ করছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দলীয় নেতাকর্মী।
তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামি ১৮ জুন এবং আগামি ১৭ জুলাই পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৪টি ভোট কেন্দ্রে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভার মোট ভোটার রয়েছে ৪৪ হাজার ২শত ৯৩।