1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
নিখোঁজের এক দিন পর নদীতে ভেসে উঠলো স্কুল ছাত্রের মরদেহ - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

নিখোঁজের এক দিন পর নদীতে ভেসে উঠলো স্কুল ছাত্রের মরদেহ

  • প্রকাশিতঃ রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১১৮ বার পঠিত

শফিউল আলম রাজীব :

কুমিল্লার দেবীদ্বারে গোমতী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর ভেসে উঠেছে তারেক আজিজ রাব্বী (১৩) নামে এক স্কুল ছাত্রের মরদেহ।

রোববার সকালে মাছুয়াবাদ খেয়াঘাট এলাকায় ঐ লাশ ভেসে উঠে। রাব্বী বানিয়াপাড়া গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি নূরুল ইসলাম শাহিনের ছেলে এবং দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে রাব্বী তার তিন বন্ধুর সাথে হামলাবাড়ি এলাকায় গোমতী নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানার কারনে সে তলিয়ে যায়। বন্ধুরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে রাব্বীর বাড়িতে খবর দেয়। খবর পেয়ে দেবীদ্বার থানা পুলিশ ও মুরাদনগর ফায়ার সার্ভিস নদীতে অনুসন্ধান চালায়। পরে বিকেল সাড়ে ৫ টায় চাঁদপুর থেকে একদল ডুবুরীদল এসে প্রায় ২ ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করেও কোনো সন্ধান না পাওয়ায় এবং রাত হয়ে যাওয়ায় অভিযান স্থগিত করে। আজ রোববার সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার অভিযান পরিচালনার কথা বলে ঘটনাস্থল ত্যাগ করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলের নিকটবর্তি মাছুয়াবাদ খেয়াঘাট এলাকায় তার লাশ ভেসে উঠলে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

মুরাদনগর ফায়ার সার্ভিসের ষ্টেষন অফিসার নুরুল হুদা জানান, আজ (রোববার) সকালে পুনরায় উদ্ধার অভিযানে যাওয়ার প্রস্তুতিকালে লাশ ভেসে উঠায় উদ্ধার করেছে বলে খবর পাওয়া গেছে। তাই আমাদের যেতে হয়নি।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলকৃষ্ণ ধর বলেন, গতকাল গোমতী নদীতে এক কিশোর ডুবে যাওয়ার খবরে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং অনুসন্ধ্যান চালাই। পরবর্তিতে ফায়ার সার্ভিস ও ডুবুরী দলও উদ্ধার অভিযান পরিচালনা করে। রোববার সকালে নদীতে লাশ ভেসে উঠায় উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কিশোরের বাবা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD