1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেশ বিভক্তির ফলে সীমানা ভাগ হয়েছে, হৃদয় ভাগ হয়নি- কুমিল্লায় সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি কুমিল্লায় বকশিসে টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যার দায়ে আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লায় আ. লীগ নেতা জাকির গ্রেপ্তার কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান

দেশ বিভক্তির ফলে সীমানা ভাগ হয়েছে, হৃদয় ভাগ হয়নি- কুমিল্লায় সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১২৪ বার পঠিত

 

নেকবর হোসেন

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, দেশ বিভক্তির ফলে সীমানা ভাগ হয়েছে, হৃদয় ভাগ হয়নি। এদেশের পাখি, বাতাস ও সংস্কৃতি ত্রিপুরায় যায়, সেখানকার পাখি, বাতাস ও সংস্কৃতি এখানে আসে। আমরা হৃদয় দিয়ে হৃদয় বেধেছি, সীমানা এখানে কিছুই না। তিনি জাতির কাছে প্রশ্ন রেখে বলেন- ভাষা আন্দোলন থেকে মহান স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত ২৩ বছরে কোথায় জিয়াউর রহমানের নাম রয়েছে। তবে নাম রয়েছে বঙ্গবন্ধুর হত্যাকারীর তালিকায়। মন্ত্রী শুক্রবার বিকালে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে বাংলা সংস্কৃতি বলয় এর প্রথম বিশ্ব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী।
বাংলা সংস্কৃতি বলয় এর সাময়িক বিশ্ব কমিটির সদস্য সচিব দীপক চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী মাহতাব সুমন। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা সংস্কৃতি বলয় এর উপদেষ্টা অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ও প্রতিষ্ঠাতা সদস্য সেবক ভট্টাচার্য।
সংস্কৃতি মনন গড়ে, বাংলা বলয় বিশ্বজুড়ে” এই শ্লোগান নিয়ে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ও বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালির অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈশিষ্ট্যসমূহকে ধারণ লালন সংরক্ষণ করার মানসে ২০২০ সালের ২০ সেপ্টেম্বর বাংলা সংস্কৃতি বলয় আত্মপ্রকাশ করে। প্রথম বিশ্ব সম্মেলনে বাংলাদেশ ও ভারতের মধ্যে অন্তর্ভুক্ত বাংলা সংস্কৃতি বলয়ের ১২টি সাংস্কৃতিক অঞ্চলের ১৫০ প্রতিনিধি অংশগ্রহণ করেন। পরে ভারত-বাংলাদেশের নবীন ও বিশিষ্ট শিল্পীদের নিয়ে টাউন হল মাঠে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।।
[02/06, 8:58 pm] Rajib Deviddar: দেবীদ্বারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান

শফিউল আলম রাজীব,

কুমিল্লার দেবীদ্বারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ।

শুক্রবার বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ড হামলা বাড়ির প্রতিবন্ধী কামাল ও জামালের আগুনে পুড়ে যাওয়া দুইটি ঘর পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে ২০হাজার করে নগদ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি লুৎফর রহমান বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি টিনের ঘর নির্মান করে দেয়ার আশ্বাস দেয়া হয়েছে। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আর্থিক সহায়তার আশ্বাস দেয়া হয়েছে পরিবার গুলোকে।

দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পরিবারগুলোকে বাসস্থানের ব্যাবস্থা করে দেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১জুন) রাত সাড়ে ১০টায় পৌরসভার ৬নং ওয়ার্ড হামলা বাড়ির প্রতিবন্ধী কামাল ও জামালের দুটি ঘর আগুনে পুড়ে যায়। আগুনে মানুষের তেমন ক্ষতি না হলেও এসময় ঘরে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র সহ প্রতিবন্ধী কামাল মিয়ার একটি গরু, ছাগল ও হাঁসমুরগি পুড়ে ছাই হয়ে গেছে।

শফিউল আলম রাজীব,
০১৯২১৭৭৩২১৬
০২-০৫-২০২৩ইং

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD