শফিউল আলম রাজীব :
কুমিল্লা দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে গোমতী নদীতে ভাসমান অবস্থায় দ্বীনেশ চন্দ্র(৯০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে দেবীদ্বার থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, আজ (২৬মে) বিকেলে উপজেলার জাফরগন্জ এলাকায় গোমতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে খেয়াঘাট এলাকা থেকে অর্ধ গলিত ওই লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তখনো ওই লাশের কোনো সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, গোমতী নদীতে ভাসমান বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামের পিতা- অজ্ঞাত, দ্বীনেশচন্দ্র (৯০)’র লাশটি পানিতে থাকার কারনে একটু বিকৃত অবস্থা তৈরি হয়েছে। ডান চুখে একটু রক্ত ঝড়ছে, মাছের ঠুকরে এমনটা হতে পারে। তাছাড়া শরীরের কোথাও তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এবিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) খাদিমুল বাহার আবেদ রাত সাড়ে ৮টায় জানান, ঘটনাস্থল থেকে লাশের ছোরতহাল তৈরী পূর্বক লাশ থানায় আনা হয়েছে। লাশের পরিচয় সনাক্ত হওয়া গেছে, পরিবারের লোকজন থানায় আসতে রওনা হয়েছে।