শফিউল আলম রাজীব।।
কুমিল্লার দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের ঝিনাইয়া গ্রামে জনদূর্ভোগ নিরসনে নিজ অর্থায়নে চলাচলের রাস্তা নির্মাণ করে দিলেন ডা. রুবেল মাহমুদ।
চলতি মাসে কাজ শুরু করে প্রায় ১৫দিন শ্রমিকরা কাজ করে আজ রবিবার বিকেলে ঝিনাইয়া গ্রামের মেইন সড়ক থেকে বাছির সরকার বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হয়। ডা. রুবেল মাহমুদ জনস্বার্থে নিজস্ব অর্থায়নে ৭ লক্ষ টাকা ব্যায়ে ওই রাস্তা নির্মাণ করে দেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, রাস্তা না থাকায় দীর্ঘদিন যাবৎ মানুষের চলাচলে অনেক কষ্ট হতো। রুবেল মানুষের চলাচলের জন্য তার নিজ অর্থায়নে এই রাস্তাটি নির্মান করে দিয়েছে, এখন মানুষজন খুব সাচ্ছন্দে চলাচল করতে পারবে।
ডা. রুবেল মাহমুদ বলেন, লোকজন চলাচলে আমি এই রাস্তাটি নির্মান করে দেই। এখন মানুষেরা সহজেই চলাচল করতে পারবে। এই রাস্তায় দৈনিক শিক্ষার্থী, চাকুরীজীবি সহ শতশত লোকজন চলাচল করে। এখন বর্ষাকালেও সহজেই চলাচল করতে পারবে। আমি মানুষের কল্যানে সবসময় কাজ করে যেতে চাই, তাই সকলের দোয়া কামনা করছি।