1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মুক্তিপণের টাকা নিতে এসে অপহরণকারী চক্রের সদস্য আটক; অপহৃত কিশোর চিকিৎসাধীন  - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু

মুক্তিপণের টাকা নিতে এসে অপহরণকারী চক্রের সদস্য আটক; অপহৃত কিশোর চিকিৎসাধীন 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৪১ বার পঠিত

শফিউল আলম রাজীব,

ফরহাদ (১৬) নামে এক কিশোরকে অপহরণপূর্বক মুক্তিপণের দাবীকৃত ২০ হাজার টাকার মধ্যে বিকাশের দোকানে ১০ হাজার টাকা নিতে এসে অপহরণকারী চক্রের সদস্য আশরাফুল (২০) নামে এক যুবককে আটক করে মঙ্গলবার দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে দেবীদ্বার থানা পুলিশ।

ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ১০টায় দেবীদ্বার উপজেলার মাশিকাড়া বাজারের লাভলু ষ্টোরর্স এর লাভলু মিয়ার বিকাশের দোকানে।

অপহৃত কিশোর ফরহাদ (১৬) দেবীদ্বার উপজেলার মোহাম্মদপুর গ্রামের সিএনজি চালক জামাল হোসেনের পুত্র এবং অপহরণ চক্রের সদস্য আটক যুবক আশরাফুল ইসলাম(২০) একই উপজেলার শাকতলা গ্রামের মো. রুবেল মিয়ার পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে মোহাম্মদপুর গ্রামের সিএনজি চালক জামাল হোসেনের পুত্র ফরহাদ তার মামার বাড়ি মুরাদনগর উপজেলার পাঁচকুড়ি গ্রামে যাওয়ার পথে দেবীদ্বার-চান্দিনা সড়কের কাচিসাইর বাজার এলাকায় দুই মোটর সাইকেল আরোহী তার হাতে থাকা মোবাইলটি ছিনিয়ে নেয়। কিছুদুর যাওয়ার পর ফরহাদকে ডেকে নিয়ে সূর চিৎকার না করার শর্তে মোটর সাইকেলে উঠতে বলে। মোটর সাইকেলে না উঠলে মোবাইল ফেরত দেবেনা বললে ফরহাদ মোটর সাইকেলে উঠে। বিকেল সাড়ে ৫টায় ফরহাদের মোবাইল ফোন থেকে তার বাবার নিকট সন্তানের মুক্তিপন বাবত ২০ হাজার টাকা দাবী করে বিকাশে পাঠাতে বলে। ভিক্টিমের বাবা ১০ হাজার টাকা তাদের পাঠানো বিকাশ নম্বরে পাঠিয়ে ওই বিকাশ নম্বরে ফোন করে স্থান জানতে চান এবং ঘটনার বর্ননা দিয়ে মাশিকাড়া বাজারের বিকাশ দোকানের মালিক লাভলুকে টাকা নিতে আসা লোকদের আটকে রাখার অনুরোধ জানান। দোকান মালিক টাকা নিতে আসা আশরাফুল ইসলাম(২০) নামে এক যুবককে আটক করে ভিক্টিমের বাবাকে ফোনে বিষয়টি অবগত করেন। ভিক্টিমের বাবা তখন ঘটনাস্থলের আশপাশেই ছিলেন। অপহরণকারী চক্রের এক সদস্য আটক হওয়ার সংবাদটি জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন করলে দেবীদ্বার থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে আশরাফুলকে থানায় নিয়ে আসেন।

ভিক্টিম ফরহাদের বাবা জামাল হোসেন জানান, সোমবার রাত সাড়ে ১০টায় তার ছেলের ফোনে সংবাদ পান উপজেলার কাশারিখোলা গ্রামের নির্জন এলাকায় তার পুত্র মুমুর্ষাবস্থায় পড়ে আছে। সংবাদ পেয়ে এলাকার লোকজন নিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এনে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ভিক্টিম ফরহাদ বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ফরহাদ জানায় অপহরণ চক্রের সদস্য আটক হওয়ার সংবাদে অপহরণকারী অন্যান্য সদস্যরা তাকে বেধরক মারধর করে ফেলে যায়।

এব্যাপারে ভিক্টিম ফরহাদের বাবা জামাল হোসেন অপহরণকারী চক্রের সদস্য শাকতলা গ্রামের মো. রুবেলের পুত্র আশরাফুল ইসলাম(২০), মাশিকাড়া গ্রামের আবুল কালামের পুত্র মাহাবুব(২৩), একই গ্রামের পিতা অজ্ঞাত মুকবুল হোসেন(২১), পিতা অজ্ঞাত আবির হোসেন(২০), কাকসার গ্রামের শাহআলমের পুত্র জুয়েল রানা(২৫)সহ ৫জনকে অভিযুক্ত করে দেবীদ্বার থানায় মামলা দায়ের করেন। (মামলা নং- ২১/১১৮, তারিখ: ১৬/০৫/২০২৩ইং)।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) খাদেমুল বাহার বিন আবেদ জানান, অপহরনকারী চক্রের এক সদস্য আটক হয়েছে, ওই ঘটনায় ভিক্টিমের বাবা বাদী হয়ে ৫জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। আটক আশরাফুলকে ৭দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে। সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD