1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেবীদ্বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে গরুসহ ৩টি ঘর পুড়ে ছাই; নিঃস্ব কৃষক পরিবার - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

দেবীদ্বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে গরুসহ ৩টি ঘর পুড়ে ছাই; নিঃস্ব কৃষক পরিবার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

শফিউল আলম রাজীব,

কুমিল্লার দেবীদ্বারে ভয়াবহ অগ্নিকান্ডে নিস্বঃহয়ে পথে বসলেন কৃষক আব্দুল কাদের’র পরিবার। হঠাৎ এমন অগ্নিকান্ডে পরিবারের ১০ সদস্য প্রাণ রক্ষায় ঘর থেকে বের হতে পারলেও আর কিছুই রক্ষা করতে পারেনি তারা। ঘটনাটি সোমবার দিবাগত রাত ১টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের মধ্যপাড়া কুদ্দুস ডাক্তারের বাড়িতে ঘটে।

ওই বাড়ির কৃষক আব্দুল কাদের মিয়ার থাকার ঘর, গোয়াল ঘর ও রান্নাঘরসহ ৩টি ঘর পুড়ে ছাই হয়ে হয়ে গেছে। এসময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্নালঙ্কার, গরু, ফ্রিজ, খাট, আসবাব সামগ্রীসহ প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান পরিবারের কর্তা আব্দুল কাদের মিয়া।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ শব্দ শুনে বেড়িয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পান। আশপাশে পানি সংকটে দূর থেকে পানি এনে আগুন নেভাতে পারেনি এলাকাবাসী। সংবাদ পেয়ে রাত ২টায় মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

তবে অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।

বাড়ির মালিক কৃষক আব্দুল কাদের জানান, হঠাৎ কিছু একটা শব্দ শুনে ঘুম থেকে জেগে দেখি আগুন পুরো বাড়ি ঘিরে ফেলেছে। ঘর থেকে কোনরকমে স্ত্রী,পুত্র, কণ্যা, পুত্র বধূ ও নাতী-নাতনীদের বের করে প্রাণ রক্ষা পেলেও আর কিছুই রক্ষা করতে পারিনি। ইট কেনার জন্য গতকাল ব্যাংক থেকে ২ লক্ষ ৮০ হাজার টাকা উত্তোলন করে এনেছিলাম, প্রায় সাড়ে ৪ ভরি স্বর্নালঙ্কার, দেড় লক্ষ টাকা মূল্যের একটি গরু, ৭টি খাট, ২টি ফ্রিজ, ২টি সুকেস, কাপড় ও অন্যান্য আসবসামগ্রী ও ৩ টি ঘড় পুড়ে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

সংবাদ পেয়ে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা এবং ৪নং সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার হোসেন মুকুল ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক পর্যায়ে জীবন ধারনে প্রয়োজনীয় সহযোগীতা করেন।

এবিষয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ নূরুল হুদা জানান, রাত ২ টায় খবর পেয়ে ঘটনাস্থালে যাই এবং রাত ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আশপাশের প্রায় ৫০ মিটার এলাকায় পানি সংকট থাকায় আগুন নিয়ন্ত্রনে আনার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা হতে পারে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD