1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্বাস্থ্য সেবা কার্ড বিতরন - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু

দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্বাস্থ্য সেবা কার্ড বিতরন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

শফিউল আলম রাজীব:

বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আপনারা আমাদের মানচিত্র দিয়েছেন, আপনাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর ভিষন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট স্বাস্থ্য সেবা নিয়ে আপনাদের পাশে এসেছি। আপনাদের সাথে নিয়েই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বো। কুমিল্লার দেবীদ্বারে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার বাকসার গ্রামে ডা.ফেরদৌস খন্দকার কারিগরি স্কুল অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ওই স্বাস্থ্য সেবা কার্ড বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইনক্’র সভাপতি ডা. ফেরদৌস খন্দকার এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বহু কষ্টের বিনিময়ে অর্জিত এই দেশ। দেশকে ভালোবাসার অংশ হিসেবে আমি স্বাস্থ্য, শিক্ষা, নারী উন্নয়ন এবং কুসংস্কারের বিরুদ্ধে কাজ করছি। এটিও আমাদের জন্য একটি যুদ্ধ, এ যুদ্ধে আমরা হারতে চাইনা। আমি দেবীদ্বার থেকে এ যুদ্ধ শুরু করেছি, আসুন সবাই মিলে একসাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।

এসময় উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের আজীবন বিনামূল্যে সকল প্রকার চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইনক্’র পক্ষ থেকে সাড়ে ৬ শত বীর মুক্তিযোদ্ধার মাঝে স্থায়ী স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ করেছে সংগঠনটি। এই কার্ডে দেওয়া নাম্বারে কল করে ঘরে বসেই ডাক্তারের সাথে কথা বলে চিকিৎসা সেবা নিতে পারবে এবং ২৪ঘন্টা ফ্রী এম্বুলেন্স সার্ভিস পাবে উপকাভোগীরা। পরবর্তীতে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্যও সহযোগিতা করবে বলে জানিয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৩’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান আউয়ালের সভাপতিত্বে এবং উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় ওই স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইনক্’র সভাপতি ডা. ফেরদৌস খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইনক্’র সাধারণ সম্পাদক আল আমিন বাবু, গুনাইঘর উত্তর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম নান্নু, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলমগীর কবির।

এসময় আরো উপস্থিত ছিলো উপজেলা আ’লীগের স্বাস্থ্য ও মানবকল্যান বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা মহিলা শ্রমীক লীগের সভাপতি শাহিনুর লিপি, সংগঠক শামিমা আক্তার রিমা প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD