1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; ফ্যান বিহীন পুরুষ ওয়ার্ড, রোগীদের হাসপাতাল ত্যাগ; দালাল দৌরাত্মে অতিষ্ঠ রোগী-চিকিৎসক - Dainik Cumilla
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচনের জন্যই ১৭ বছর লড়াই করেছেন তারেক রহমান: ব্যারিস্টার মামুন নাঙ্গলকোটের মাহিনী বাজার ও কুকুরীখিল গ্রামে অস্ত্রের মহড়া, ৬ বাড়ি, গাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর চৌদ্দগ্রামে দুর্ঘটনাজনিত অসুস্থ কর্মীর খোঁজখবর নেন জামায়াত নেতৃবৃন্দ অপপ্রচার রুখতে মুরাদনগর এনপিপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত মাল্টিমিডিয়া সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে কুবি সাংবাদিকদের প্রশিক্ষণ বুড়িচংয়ে খাল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান শুরু: জনগণের সহযোগিতা চাইলেন ইউএনও দেবীদ্বারে দুই ‘জুলাই যোদ্ধা’কে অটোরিকশা উপহার ব্রাহ্মণপাড়ায় ড্রেজিং করে জলাধার ভরাট, অর্ধলাখ টাকা জরিমানা বুড়িচংয়ে ফুটবল খেলা শেষে ফেরার পথে ট্রাক খাদে এক স্কুলছাত্র নিহত,১০ ছাত্র আহত কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের দুইদিন পর প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার

দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; ফ্যান বিহীন পুরুষ ওয়ার্ড, রোগীদের হাসপাতাল ত্যাগ; দালাল দৌরাত্মে অতিষ্ঠ রোগী-চিকিৎসক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

শফিউল আলম রাজীব :

দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র গরমেও ফ্যান বিহীন চলছে পুরুষ ওয়ার্ড। চিকিৎসা নিতে আসা রোগীরা অসহনীয় গরম সহ্য করতে না পেরে ত্যাগ করছে হাসপাতাল। অপরদিকে দালাল চক্রের দৌড়াতে অতিষ্ঠ হয়ে পরেছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও চিকিৎসকরা।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, আক্তার হোসেন নামে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারের দালাল চক্রের এক সদস্য রোগী ও রোগীর স্বজনদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে আছে। উপস্থিত রোগী ও তার স্বজনরা জানান, হাসপাতালের বহির্বিভাগের ৭নং কক্ষে চিকিৎসা নিতে আসা এক নারীকে চিকিৎসকের দেয়া পরীক্ষা নিরীক্ষা আক্তারের মাধ্যমে করতে বললে ওই নারী রাজি না হওয়ায় উপস্থিত লোকজনের সামনেই সে নারীকে চর-থাপ্পর মেরে লাঞ্ছিত করে। এসময় কর্তব্য চিকিৎসকরা বাঁধা দিলে তাদেরকেও হুমকী দেয়া হয় বলে জানা গেছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ ডেকে এনে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। দেবীদ্বারে ১৮টি প্রাইভেট হাসপাতাল এবং ১৮টি ডায়াগনষ্টিক সেন্টারসহ ৩৬টি হাসপাতাল ডায়গনষ্টিক সেন্টারের প্রায় শতাধিক দালাল এবং ১৫/২০টি ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টিভ’র দৌরাত্মে অতিষ্ঠ রোগি ও স্বাস্থ্য কর্মীরা।

স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের নারী ও শিশু ওয়ার্ডটিকে মালামাল রাখার গোডাউন বানিয়ে তালাবদ্ধ করে রাখা হয়েছে। তৃতীয় তলার পুরুষ ওয়ার্ডে নারী রোগীদের স্থানান্তর করা হয়েছে। ফলে দীর্ঘ প্রায় ৩মাস যাবৎ তৃতীয় তলার সামনের বারান্দায় পুরুষ রুগীদের সিট পেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এই তীব্র গরমে সেখানে বৈদ্যুতিক পাখার ব্যাবস্থা না থাকায় সেবা নিতে আসা রোগীরা আরো বেশী অসুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা ভর্তিকৃত একাধিক রোগী ও তাদের স্বজনেরা অভিযোগ করে বলেন, হাসপাতালে সুস্থ হতে চিকিৎসা নিতে এসে মনেহয় আরো অসুস্থ হয়ে যাচ্ছি। একে তো নোংড়া পরিবেশ, তার ওপর বৈদ্যুতিক পাখা’র অভাবে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসকসহ জনবল তুলনায় অনেক কম। প্রতিদিন আউটডোরে রোগির পরিমান ৯শত থেকে হাজার ছাড়িয়ে যায়। ৫০ বেডের স্থলে মাঝে মাঝে ফ্লোরিংসহ ৭০ বেড ছাড়িয়ে যায়। চলমান অতিমাত্রায় তাপদাহে ডায়েরিয়া, কাশি ও ঠান্ডাজনিত রোগির সংখ্যা বেড়ে গেছে। সোমবার দিন রাতে অত্যাধিক গরম ও অস্বাভাবিক লোডশেডিং এর কারনে পুরুষ ওয়ার্ডে একজন রোগি ছাড়া বাকী সবাই হাসপাতাল ছেড়ে গেছে। তৃতীয় তলার নারী ওয়ার্ডে ৫ জন নারী রোগিকে দেখা যায়, বাকী রোগিরাও হাসপাতাল ছেড়েছেন। ডায়েরিয়া ওয়ার্ড, নারী-পুরুষ ওয়ার্ডসহ গতকালের হিসেবে ৩৪ হলেও মোট রোগী আছে মাত্র ২৮ জন। বৈদ্যুতিক পাখাবিহীন পুরুষ ওয়ার্ডের ১ জন ছাড়া সবাই হাসপাতাল ছেড়েছেন। প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারের দালাল চক্র এবং বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্মে রোগি, রোগির স্বজন, চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরা জিম্মী হয়ে থাকতে হচ্ছে। প্রতিবাদ করলেই রোগি ও রোগির স্বজনরা লাঞ্ছিত হতে হয়। অপরদিকে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরাও নিরাপত্তাহীনতার কারনে আপোষ করে চলতে হয় অন্যথায় লাঞ্ছনার শিকার হতে হয়।

দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, আমাদের হাসপাতালের উন্নয়ন কাজ চলছে। তাই টেম্পোরারি তৃতীয় তলায় পুরুষ রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। কিছুদিনের মধ্যেই সকল সমস্যার সমাধান হবে। দালালের বিষয়টি উপজেলা পরিষদের মিটিংয়ে উত্থাপন করেছি, আজ (মঙ্গলবার ৮ মে) আক্তার নামে এক দালালের হাতে রোগির স্বজন লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদ করলে চিকিৎসকরাও হুমকীর মুখে পড়ে। পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হয়েছে। কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেও প্রভাবশালীদের সুপারিশ। এসব অনাকাঙ্খিত ঘটনাগুলো সমাধান ও আইনশৃঙ্খলা বাহিনী মিলে দালাল নির্মূলে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, মহিলা ওয়ার্ডে ৫টি ফেনের ব্যবস্থা করা হয়েছে। বাকী ওয়ার্ডগুলোর ফেন খুব দ্রুতই ব্যবস্থা করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD