1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সাধারন সম্পাদক ছাড়াই দেবীদ্বার উপজেলা আ'লীগের প্রথম কার্যনিবার্হী কমিটির সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ভারতীয় মোবাইল ও ডিসপ্লে জব্দ বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে বেঁধে নির্যাতন, মূল হোতা আটক ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে ২ ব্যাক্তিকে কারাদণ্ড ব্রাহ্মণপাড়া ইউএনওর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে অবৈধভাবে জগন্নাথদীঘির পানি আটকে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে নাঙ্গলকোটে মানববন্ধন দাউদকান্দিতে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

সাধারন সম্পাদক ছাড়াই দেবীদ্বার উপজেলা আ’লীগের প্রথম কার্যনিবার্হী কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ৬ মে, ২০২৩
  • ২১৫ বার পঠিত

শফিউল আলম রাজীব, দেবীদ্বার:

কমিটি গঠনের ৮ মাস পর অবশেষে সাধারন সম্পাদকসহ বেশ ক’জন গুরুত্বপূর্ণ নেতার অনুপস্থিতিতেই দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় দেবীদ্বারস্থ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের রাজনৈতিক কার্যালয় রোশন ভিলায় ওই সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামীলীগ সুত্রে জানাগেছে, দীর্ঘ ২৬ বছর পর গত বছরের ২ সেপ্টেম্বর দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নানা জটিলতায় পূর্ণাঙ্গ কমিটি করা না গেলেও সভাপতি, সাধারন সম্পাদকসহ ৬ জনের নাম ঘোষনা করেন আ’লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। চলতি বছরের ১৫ জানুয়ারী জেলা সভাপতি ম. রুহুল আমিন ও সাধারন সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। এরপর কমিটিতে সমন্বয়হীনতার অভিযোগে ২৬ জানুয়ারী এক চিঠিতে কেন্দ্রীয় কমিটির বরাত দিয়ে সম্মেলনে ঘোষিত ৬টি পদ ছাড়া বাকী ৬৫টি পদ স্থগিত করেন জেলা সভাপতি। তবে জেলা সাধারন সম্পাদক ও উপজেলা কমিটির সভাপতিসহ অধিকাংশ নেতৃত্ব ওই চিঠিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষনা দেন। এর ফলে উপজেলা সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে বিভাজন দেখা দেয়। জেলা সাধারন সম্পাদকের উপস্থিতিতে উপজেলা সভাপতি ও তার অনুসারী ৫১ জন সদস্য উপজেলা সাধারন সম্পাদক ও তার অনুসারীদের ছাড়াই শনিবার কার্যনির্বাহী কমিটির সভা করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিউদ্দিন শফি’র সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল্লাহ আল মাসুদ পাখি, মোছলে উদ্দিন মাস্টার, যুগ্ম সম্পাদক এজাজ মাহমুদ, ভিপি মোঃ ওমর ফারক, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল আলম তুষার, মোস্তাফিজুর রহমান সরকার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক হাজী আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী মোছলেহ উদ্দিন মানিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ইঞ্জিনিয়ার জাকির হোসেন প্রমুখ।

সভার বিষয়ে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল চৌধূরী ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা কার্যকরি কমিটির সভা ডাকবেন সাধারন সম্পাদক, এটা সভাপতির কাজ না। জেলা কমিটির সভাপতির নির্দেশনা অমান্য করে উপজেলা কমিটির সভাপতি এবং জেলা কমিটির সাধারন সম্পাদক যে সভা ডেকেছেন তাতে সংগঠনের শৃংখলা বিরোধী কর্মকান্ডের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিউদ্দিন জানান, সাধারন সম্পাদক’কে সভা আহ্বানের অনুরোধ জানাই। তিনি সভা আহ্বান না করায় গঠনতন্ত্র মেনেই আমি সভা আহ্বান করি এবং তাকে সভায় উপস্থিত থাকতে আহ্বান জানাই। তিনি কি কারনে সভায় আসেননি তা জানা নেই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD