অদ্য ০৬/০৫/২০২৩ ইং তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৪৫ ঘটিকায় হাইওয়ে কুমিল্লা রিজিয়নের রামুক্রসিং হাইওয়ে থানার এএসআই/মোঃ আবুল মনছুর সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে রামু থানাধীন রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের ২০০ গজ উত্তর পাশে কক্সবাজার -টেকনাফ আঞ্চলিক মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি যোগে যাত্রীবেশে যাওয়া কালীন আসামী ১) আলমগীর (৪০), পিতাঃ আবদুর রাজ্জাক, মাতাঃ নুর জাহান সাং-পূর্ব ধেচুয়া পালং ৪ নং ওয়ার্ড, খুনিয়াপালং ইউনিয়ন, থানাঃ রামু, জেলাঃ কক্সবাজার এর নিকট ডেনিস লেক্সাস বিস্কুট এর প্যাকেটে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০০ পিস ইয়াবা ট্যাবলেট যাহার ওজন (চারশত ) গ্রাম এবং মূল্য অনুমান (৫০০০X৩০০= ১৫,০০,০০০/-) পনের লক্ষ টাকা উদ্ধারপূর্বক উপস্থিত স্বাক্ষীদের সামনে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে রামু থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।
মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।